জাতীয় পার্টির সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মঙ্গলবার এ মামলা করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।
দুদকের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে নিউজবাংলাকে বলেন, দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, বগুড়া-২ আসনের এই সাংসদের বিরুদ্ধে ১ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ১১৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৮৯ লাখ ২৭ হাজার ৫৫৮ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ মিলেছে।
এর আগে ২০১৯ সালের ১৭ এপ্রিল জিন্নাহকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। উপপরিচালক জাহাঙ্গীর আলম তাকে তলবি নোটিশ পাঠান। ২৪ এপ্রিল প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তাকে দুদকে আসতে বলা হয়। তবে সেবার তিনি হাজির না হয়ে সময় চেয়ে আবেদন করেন। ৭ মে তিনি দুদকে হাজির হন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালে ১৬ সেপ্টেম্বর তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠায় দুদক।