বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘পুরোনো বোতলে ভেজাল মদ’, আটক ৬

  •    
  • ২ ফেব্রুয়ারি, ২০২১ ১১:১৫

হাফিজ আক্তার জানান, আটক ব্যক্তিরা জানিয়েছেন মিরপুর থেকে আনা স্পিরিট, চিনি, রং ও পানি মিশিয়ে বিদেশি বোতলে ভরে মদ তৈরি করছিলেন। সূক্ষ্মভাবে বিভিন্ন ব্র্যান্ডের পুরোনো মদের বোতলে ঢাকনা ও লেবেল লাগিয়ে তারা বিক্রি করছিলেন।

রাজধানীর ভাটারায় পুরোনো বোতলে ভেজাল মদ বিক্রির ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

ডিবির ভাষ্য, তাদের গুলশান বিভাগ ভেজাল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান পায়।

অভিযান শেষে ডিবির অতিরিক্ত কমিশনার কে এম হাফিজ আক্তার বলেন, ‘গত কয়েক দিনে বিদেশি মদ পান করে কয়েকজনের মৃত্যুর ঘটনায় আমরা তদন্ত শুরু করি। আমাদের ধারণা ছিল বিদেশি মদ বলে যা বিক্রি হচ্ছে তাতে ভেজাল রয়েছে।

‘আমাদের তৎপরতায় ভাটারার খিলবাড়ীর টেক মুক্তি পল্লী ইউনিয়ন পরিষদ রোডের বেস্ট ফিউচার স্কুলের কাছে একটি ভেজাল মদের কারখানায় আমরা অভিযান চালাই। দুটি ঘিঞ্জি ঘরে পুরোনো বিদেশি মদের বোতলে ভেজাল মদ ভরার কাজ করার সময় হাতেনাতে তাদের আটক করা হয়েছে।’

ভাটারা থেকে জব্দ ভেজাল মদ তৈরির উপকরণ। ছবি: নিউজবাংলা

হাফিজ আক্তার জানান, আটক ব্যক্তিরা জানিয়েছেন মিরপুর থেকে আনা স্পিরিট, চিনি, রং ও পানি মিশিয়ে বিদেশি বোতলে ভরে মদ তৈরি করছিলেন। সূক্ষ্মভাবে বিভিন্ন ব্র্যান্ডের পুরোনো মদের বোতলে ঢাকনা ও লেবেল লাগিয়ে তারা বিক্রি করছিলেন। গত এক সপ্তাহে এমন দুই শতাধিক বোতল মদ তারা বিভিন্নজনের কাছে বিক্রি করেছেন।

ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইন সিথিল জানান, আটক ছয়জনের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তা বিশ্লেষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো খবর