বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১২

  •    
  • ১ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:৪৬

ছাদ ধসের এলাকাটি টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। নির্মাণাধীন ভবনটির বিমগুলো থেকে পুরো ছাদটি মাটিতে ধসে পড়েছে। ঢালাই ছিটকে পড়েছে বিমগুলো থেকে।

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় একটি কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১২ জন শ্রমিক আহত হয়েছেন।

বালুছড়া কুলগাঁও স্কুলের পশ্চিম পাশে ফোরএইচ গ্রুপের গার্মেন্টস কারখানায় সোমবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- বরগুনা জেলার মঠবাড়িয়া থানার বাবুরহাট এলাকার আবুল কালাম ও মো. সুমন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল ঘুরে দেখা যায়, ছাদ ধসের এলাকাটি টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। ভবনটির বিমগুলো থেকে পুরো ছাদটি মাটিতে ধসে পড়েছে। ছিটকে পড়েছে ঢালাইগুলো।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপ সহকারী পরিচালক নিউটন দাস জানান, ঘটনার খবর পেয়ে বায়েজিদ স্টেশন থেকে গাড়ি পাঠানো হয়। উদ্ধার অভিযান চলছে। ধারণা করা হচ্ছে, সেন্টারিং দুর্বলতার কারণে ছাদটি ধসে পড়েছে। তবে বিস্তারিত তদন্তের পর ঘটনার কারণ জানা যাবে।

বালুচড়া ফোর এইচ গ্রুপের গার্মেন্টসের এই শাখার ম্যানেজার ইয়ার মোহাম্মদ বলেন, ‘ছাদ ধসের ঘটনায় ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে ছয়জন সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়ে। দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা গুরুতর আঘাত পেয়েছেন। অন্য চারজনকে কারখানার ভেতরের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার নিউজবাংলাকে জানান, ছাদ ধসে আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, ভবনের নিচতলার ছাদ ঢালাইয়ের কাজ চলার সময় হঠাৎ ছাদ ধসে পড়ে। এ ঘটনায় কারও গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

এ বিভাগের আরো খবর