ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামতে না পেরে দুইটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করেছে বিকল্প বিমানবন্দরে।
একই কারণে সোমবার সকাল সোয়া ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রানওয়েতে ফ্লাইট ওঠা-নামাও বন্ধ ছিল।
বিমানবন্দর কর্মকর্তারা জানান, দীর্ঘক্ষণ ঢাকার আকাশে চক্কর খেয়েও ফ্লাইট দুটি শাহজালাল বিমানবন্দরই নামতে পারেনি। পরে একটিকে পাঠানো হয় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, অপরটিকে পাঠানো হয় কলকাতা বিমানবন্দরে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান বলেন, ‘ঘন কুয়াশার কারণেই এ পরিস্থিতি। এ সময় বিমানের জেদ্দা থেকে আসা ফ্লাইটটিকে চট্টগ্রামে ডাইভার্ট করা হয়। দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইট পাঠানো হয় কলকাতা বিমানবন্দরে।’
ঘন কুয়াশার কারণে বিলম্বিত হয়েছে আভ্যন্তরীন গন্তব্যের বেশ কয়েকটা ফ্লাইটও।
আবহাওয়া অধিদপ্তর সবশেষ পূর্বাভাসে জানিয়েছে, রাজধানী ঢাকাসহ সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে।