বিদ্রোহী হয়ে যেসব আওয়ামী লীগ নেতা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছেন ভবিষ্যতে তারা দলের গুরুত্বপূর্ণ পদ-পদবীও পাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
রোববার কুষ্টিয়ায় করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিয়ে সচেতনতা সৃষ্টিতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। কুষ্টিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে এ সভা হয়।
হানিফ জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেয়া দলীয় নেতাদের তালিকা করা হচ্ছে। পরবর্তী যে কোনো নির্বাচনে তারা আর দলীয় মনোনয়ন পাবেন না, এমনকি দলের বড় পদও বঞ্চিত হবেন।
তিনি বলেন, প্রত্যেক নির্বাচনের ফল প্রমাণ করছে মানুষ সরকারের উন্নয়ন ও অগ্রগতির পক্ষে। এই মুহূর্তে শেখ হাসিনা দেশের মানুষের একমাত্র ভরসার স্থল। বিএনপি এ সব দেখে না। এরা মানসিকভাবেই অন্ধ।
টিকার বিরুদ্ধে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাবার্তাকে নিম্নমনের মন্তব্য করে হানিফ বলেন, ভ্যাকসিন এসে গেছে। এখন কে আগে, কে পরে নেবে- এটা নিয়ে কথা হচ্ছে।সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী মনজুর কাদির।