আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে আবারও নেপালের রাজধানী কাঠমান্ডুতে ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে এই গন্তব্যে ফ্লাইট চালানো হবে বলে রোববার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর ও বিক্রয় কেন্দ্র থেকে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন।
যাত্রীদের স্বাস্থ্যবিধি নিয়ে বিমানে ওয়েবসাইটে বলা হয়েছে, নেপাল ভ্রমণের ক্ষেত্রে প্রত্যেক যাত্রীকে অবশ্যই যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে সরকার নির্ধারিত ল্যাব থেকে আরটি পিসিআর পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং কোভিড নেগেটিভ সনদের অন্তত আটটি কপি সঙ্গে রাখতে হবে। তবে ৫ বছরের নিচের শিশুদের কোভিড পরীক্ষা লাগবে না। কাঠমান্ডু থেকে আসার সময়েও একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
এছাড়া মাস্ক পরাসহ প্রচলিত স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে যাত্রীদের।
দেশে করোনা সংক্রমণ শুরু হলে গত বছরের মার্চ থেকে সিংহভাগ গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এ সময় অন্যান্য রুটের পাশাপাশি কাঠমান্ডুতেও ফ্লাইট চলাচল স্থগিত করে বিমান। সম্প্রতি কোভিড পরিস্থিতির উন্নত হওয়া বন্ধ থাকা রুটগুলোতে আবারও ফ্লাইট শুরু করছে বিমান।
নেপাল থেকে প্রতি বছর একটি বড় অংশের যাত্রী ঢাকা হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। আবার পর্যটনের জন্যও বাংলাদেশিদের কাছে বেশ জনপ্রিয় গন্তব্য কাঠমান্ডু।