বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাঁচ হাজার টাকার জন্য দুই হাজার ইয়াবা গিললেন তিনি

  •    
  • ৩০ জানুয়ারি, ২০২১ ২২:৫৪

গোলাম মোস্তফা মণ্ডল বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সন্দেহ হয়। পরে তাকে এক্সরে করে ইয়াবা পাওয়া যায়। সেগুলো বের করে গুনে দুই হাজার ৮০টি বড়ি পাওয়া যায়।

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেটের মধ্যে বিশেষ কায়দায় ইয়াবা নিয়ে আসা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএন।

শনিবার দুপুর একটার দিকে কক্সবাজার থেকে আশা একটি ফ্লাইট বিমানবন্দরে এসে পৌঁছালে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন গোলাম মোস্তফা মন্ডল ও আলী হজো।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, গোলাম মোস্তফা মণ্ডল বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সন্দেহ হয়। পরে তাকে এক্সরে করে ইয়াবা পাওয়া যায়। সেগুলো বের করে গুনে দুই হাজার ৮০টি বড়ি পাওয়া যায়।

মো. আলী বিমান বন্দরে সিএনজি নিয়ে গোলাম মোস্তফাকে নিতে এসেছিলেন।

আলমগীর জানান, গোলাম মোস্তফা মণ্ডল তাদের জানিয়েছেন, কক্সবাজারে সেলিম নামে এক জন তাকে এই ইয়াবা দিয়েছেন। সেখানে কলাতলীর একটি হোটেলে তাকে খাওয়ানো হয়েছে।

ঢাকায় রহমান নামে এক ব্যক্তির কাছে এই ইয়াবা পৌঁছানোর কথা ছিল। বিনিময়ে তিনি পাঁচ হাজার টাকা পেতেন।

মোস্তফা একইভাবে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসেন। তিনি ও তার সঙ্গীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এ বিভাগের আরো খবর