এইচএসসি পরীক্ষায় বরগুনা সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-ফাইভ পেয়েছেন রিফাত হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ড প্রাপ্ত আসামি অপ্রাপ্তবয়স্ক এক কিশোর।
ওই কিশোরের মা ফলাফলের বিষয়টি জানিয়ে বলেন, ‘তার ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার। সরকারের কাছে দাবি, তাকে সাধারণ ক্ষমা করে লেখাপড়া করার সুযোগ দেয়া হোক।’
২০২০ সালের ২৭ অক্টোবর রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে ছয় জনের ১০ বছর, চার জনের পাঁচ বছর ও এক জনের তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। এ মামলায় তিন জনকে খালাস দেয়া হয়।
অন্যদিকে মামলার অন্য তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
ওই বছর ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে আসামি করা হয়।