পুলিশের কাজে বাধা দেয়া ও হামলার অভিযোগে গ্রেপ্তার জগন্নাথ বিশ্বিবিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
শুক্রবার মুখ্যমহানগর আদালতের হাকিম নিভানা খায়ের জেসী এই আদেশ দেন।
গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার পাঁচ শিক্ষার্থী হলেন, জগন্নাত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাদিক হৃদয়, নৃবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান ওরফে সিফাত, সাজেদুল ইসলাম ওরফে নাঈম, প্রাণিবিদ্যা বিভাগের সোহানুর রহমান ও জয় দাস।
ডিএমপির সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) এজাজ আহমেদ রুমী ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে প্রশাসনিক কাজে বাধা দেয়ায় ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
এর আগে পাঁচ আসামিকে মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই আবু তালেব আসামির সাত দিন করে রিমান্ডে আবেদন করেন।
আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল ও জামিন চান আদালতের কাছে। শুনানি শেষে আদালত রিমান্ড না দিয়ে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী জড়ো হয়ে গাড়ি ও আশপাশের দোকান-পাট ভাঙচুর করেন। এ সময় সূত্রাপুর থানার উপ-পরিদর্শক এজাজ আহমেদ রুমি ও তার সঙ্গের পুলিশ ফোর্স নিয়ে ভাঙচুরে বাধা দেয়। পরে শিক্ষার্থীরা এসআইসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কিলঘুষি মারেন।
পরে আরও পুলিশ গিয়ে ওই পাঁচ শিক্ষার্থীকে আটক করে থানায় নেয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।