ভাসানচরে যাওয়া রোহিঙ্গাদের জন্য সিঙ্গাপুর উপহারসামগ্রী পাঠিয়েছে বলে শুক্রবার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবুল মোমেন।
সিলেট আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়ে মোমেন বলেন, সিঙ্গাপুরের ফার্স্ট জেন্টলমেন তাকে ফোন করে উপহারসামগ্রী পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে নেয়ার পর সিঙ্গাপুর তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে। উপহারসাগ্রমী এখনও বাংলাদেশে পৌঁছায়নি। তিনি নিশ্চিত নন, কী ধরনের উপহার আসছে।
শুক্রবার তৃতীয় ধাপে নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা। প্রথম ও দ্বিতীয় ধাপে আসা রোহিঙ্গাদের মতো তাদেরও বরণ করেছেন ভাসানচরে দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। শনিবার যাওয়ার কথা আরও ১২ শতাধিক রোহিঙ্গার।
গত বছরের ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ এবং দ্বিতীয় দফায় ৪২৮টি পরিবারের ১ হাজার ৮০৫ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। দুই দফায় স্থানান্তরিত রোহিঙ্গার সংখ্যা এখন ৩ হাজার ৪৪৭। তারও আগে মালয়েশিয়া যাওয়ার সময় সমুদ্র উপকূলে আটক আরও ৩০৫ জন রোহিঙ্গাকে ভাসানচরে রাখা হয়। এ নিয়ে ভাসানচরে স্থানান্তরিত হয়েছে ৫ হাজার ৫৩০ রোহিঙ্গা।