ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া, শরীয়তপুর-চাঁদপুর, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
শুক্রবার সকাল নয়টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চালু করা হয়। দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত দেড়টা থেকে ফেরি বন্ধ করে দেয়া হয়। এতে দুই পারে আটকা পড়ে কয়েকশ যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান নিউজবাংলাকে জানান, রাত থেকে মাঝনদীতে চারটি ফেরি আটকে ছিল। নাব্য সংকটের কারণে নদীর বিভিন্ন পয়েন্টে ডুবোচর সৃষ্টি হয়েছে। ডুবোচরে যেন আটকে না যায় তাই ফেরি বন্ধ রাখা হয়।
সকাল সাড়ে দশটার দিকে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চালু করা হয়।
বিআইডব্লিউটিসি জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে ফেরি বন্ধ করায় মাঝনদীতে আটকা পড়ে শরীয়তপুর থেকে চাঁদপুরগামী কুমারী ও কামিনী নামের দুটি ফেরি।
আরও একটি নৌপথ শিমুলিয়া-বাংলাবাজারের ফেরিও সকাল সাড়ে আটটার দিকে চালু হয়।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ নিউজবাংলাকে জানান, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো ঝাপসা হয়ে এলে চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে এই নৌপথের মোট ১৭টি ফেরির মধ্যে চারটি মাঝনদীতে আটকা পড়ে।
বেশ কয়েক দিন ধরেই কুয়াশার কারণে বন্ধ থাকছে ফেরি। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের।