বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তিন নৌপথে বন্ধ ফেরি

  •    
  • ২৯ জানুয়ারি, ২০২১ ০৮:৫৮

বেশ কয়েক দিন ধরেই কুয়াশার কারণে বন্ধ থাকছে ফেরি। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের।

ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া, শরীয়তপুর-চাঁদপুর, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে। এতে মাঝনদীতে আটকা পড়েছে বেশ কয়েকটি ফেরি।

দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ করে দেয়া হয়। এতে দুই পারে আটকা পড়ে কয়েকশ যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান নিউজবাংলাকে জানান, রাত থেকে মাঝনদীতে চারটি ফেরি আটকে আছে। নাব্য সংকটের কারণে নদীর বিভিন্ন পয়েন্টে ডুবোচর সৃষ্টি হয়েছে। ডুবোচরে যাতে ফেরি আটকে না যায় তাই ফেরি বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জিল্লুর রহমান জানান, বাকি ১২টি ফেরি পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে নোঙর করে আছে।

এদিকে রাত সাড়ে তিনটা থেকে বন্ধ রাখা হয়েছে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি।

বিআইডব্লিউটিসি জানিয়েছে, শরীয়তপুর থেকে চাঁদপুরগামী কুমারী ও কামিনী নামের দুটি ফেরি মাঝনদীতে নোঙর করেছে।

কুয়াশার কারণে রাত তিনটা থেকে বন্ধ আছে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথও।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ নিউজবাংলাকে জানান, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো ঝাপসা হয়ে এলে চলাচল বন্ধ করে দেয়া হয়। এই নৌপথের মোট ১৭টি ফেরির মধ্যে চারটি মাঝনদীতে ও বাকিগুলো ঘাটে নোঙর করা আছে।

বেশ কয়েক দিন ধরেই কুয়াশার কারণে বন্ধ থাকছে ফেরি। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের।

এ বিভাগের আরো খবর