বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুদক গঠনে বাছাই কমিটি

  •    
  • ২৯ জানুয়ারি, ২০২১ ০০:২০

শিগগিরই দুদক চেয়ারম্যান ও একজন কমিশনারের মেয়াদ শেষ হতে যাচ্ছে। শূন্য পদে নতুন দুই জনকে নিয়োগ দিতে এই বাছাই কমিটি গঠন করা হয়েছে দুদক আইন অনুসারে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দিতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করেছে সরকার।

আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে কমিটির সভাপতি করা হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিটির সদস্য করা হয়েছে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূইঞাকে।

প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূইঞা যদি দায়িত্ব পালনে অপরাগ হয়, তাহলে তার স্থলে এই দায়িত্ব পাবেন বর্তমান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

শিগগিরই দুদক চেয়ারম্যান ও একজন কমিশনারের মেয়াদ শেষ হতে যাচ্ছে। শূন্য পদে নতুন দুই জনকে নিয়োগ দিতে এই বাছাই কমিটি গঠন করা হয়েছে দুদক আইন অনুসারে।

রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সই করা এই প্রজ্ঞাপনে কমিটির কাজও নির্ধারণ করা হয়েছে।

কমিশনার নিয়োগে অন্যূন তিন জন সদ্যসের সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিটি শূন্য পদের বিপরীতে দুই জন ব্যক্তির নামের তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেবে।

চারজন সদস্যের উপস্থিতিতে কমিটির কোরাম গঠিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

গঠিত বাছাই কমিটিকে সাচিবিক কাজে সহযোগিতা করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ বিভাগের আরো খবর