বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারায়ণগঞ্জে বিএনপিপন্থি আইনজীবীদের মারধরের অভিযোগ

  •    
  • ২৯ জানুয়ারি, ২০২১ ০০:৫৪

বিএনপিপন্থি আইনজীবী বলেন, ‘কত ভোট পড়েছে তা না জানা পর্যন্ত আমরা কেন্দ্র থেকে বের হতে চাইনি। এ জন্য আওয়ামী লীগপন্থিদের সমর্থনে আসা নেতাকর্মীরা আমাদের মারধর করে। তারা কিল, ঘুষি ও লাথি মেরে কেন্দ্র থেকে বের করে দেয়।’

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীদের ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের সমর্থনে আসা বহিরাগতদের বিরুদ্ধে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগপন্থি আইনজীবী নেতারা।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের আদালতপাড়ার আইনজীবী সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট হয়।

ভোটগ্রহণ শেষে আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় অবস্থিত ভোট কেন্দ্র থেকে বিএনপিপন্থি আইনজীবীদের চড়, থাপ্পর ও লাথি দিয়ে নিচে নামিয়ে দিতে দেখা যায়। মারধরের ছবি তুলতে গিয়ে লাঞ্ছিত হন দুই সাংবাদিকও।

বিএনপিপন্থি আইনজীবীদের অভিযোগ, মারধরে আহত হয়েছেন তাদের সাধারণ সম্পাদক প্রার্থী কালাম হোসেন মোল্লা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক প্রার্থী জাহিদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক প্রার্থী আমিনুল ইসলাম এবং সমর্থক ফজলুর রহমান ফাহিম, আলামিন ও রিফাদ।

সাধারণ সম্পাদক প্রার্থী কামাল হোসেন বলেন, ‘ভোটগ্রহণ শেষে আমরা বিএনপিপন্থি আইনজীবীরা নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিলাম কত ভোট পড়েছে। এ সময় বহিরাগত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ভেতরে প্রবেশ করে আমাদের মারধর করেন।’

বিএনপিপন্থি আইনজীবী ফজলুর রহমান ফাহিম বলেন, ‘কত ভোট পড়েছে তা না জানা পর্যন্ত আমরা কেন্দ্র থেকে বের হতে চাইনি। এ জন্য আওয়ামী লীগপন্থিদের সমর্থনে আসা নেতাকর্মীরা আমাদের মারধর করে। তারা কিল, ঘুষি ও লাথি মেরে কেন্দ্র থেকে বের করে দেয়।’

ঘটনার পর আদালতপাড়ায় যান বিএনপি চেয়ারপারসন খালের জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘ভোট কেন্দ্রের ভেতর থেকে বিএনপিপন্থি আইনজীবীদের মারধর করে বের করে দেয়া হয়েছে। আমরা শুনেছি তাদের বানানো ব্যলোট নিয়ে তারা বুথে প্রবেশ করেছে। আইনজীবীদের নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রভাবে তারা এ ধরনের কাজ করেছে।’

অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সমর্থনে আসা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা বলেন, 'ভেতরে তেমন কিছু হয়নি। শুধু বিশৃঙ্খলা হয়েছিল। এখন পরিস্থিতি ঠিক আছে।'

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী নিউজবাংলাকে বলেন, ‘মারধরের ঘটনা ঘটেছে কি না তা আমরা জানি না। আদালতপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

দুপুরে নির্বাচন দেখতে গিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান বলেছিলেন, ‘আমার কাছে মনে হয়েছে আইনজীবীদের নির্বাচন উৎসব মুখর পরিবেশে হচ্ছে এবং শেষ পর্যন্ত উৎসব থাকবে।’

এ বিভাগের আরো খবর