বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে কাউন্সিলর পদে কেউ জেতেনি বিএনপির

  •    
  • ২৮ জানুয়ারি, ২০২১ ২২:১৬

৩৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে সবকটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীরা।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে একটিতেও জেতেননি বিএনপির কোনো প্রার্থী। সবকটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীরা। এর মধ্যে ১৯টিতে জয় হয়েছে নতুনদের।

গত নির্বাচনে বিএনপির নয়জন প্রার্থী জয়ী হয়েছিলেন। কিন্তু এবার ভরাডুবি হয়েছে।

সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে ৫৫ পদের মধ্যে ১৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মোহাম্মদ হারুন অর রশিদ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। আর ৩১ নম্বর ওয়ার্ডে তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ভোট স্থগিত করা হয়।

জয়ী প্রার্থীরা হলেন ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে গাজী মো. শফিউল আজম, ২ নম্বর জালালাবাদে সাহেদ ইকবাল, ৩ নম্বর পাঁচলাইশে মো. শফিকুল ইসলাম, ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডে এসরারুল হক, ৫ নম্বর মোহরায় মোহাম্মদ কাজী নুরুল আমিন, ৬ নম্বর পূর্ব ষোলোশহরে এম আশরাফুল আলম, ৭ নম্বর পশ্চিম ষোলোশহরে মোবারক আলী, ৮ নম্বর শুলকবহরে মোরশেদ আলম, ৯ নম্বর উত্তর পাহাড়তলীতে জহুরুল আলম, ১০ নম্বর উত্তর কাট্টলীতে নিছার উদ্দিন আহমেদ।

১১ নম্বর দক্ষিণ কাট্টলীতে মো. ইসমাইল, ১২ নম্বর সরাইপাড়ায় নুরুল আমিন, ১৩ নম্বর পাহাড়তলীতে মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১৪ নম্বর লালখান বাজারে আবুল হাসনাত বেলাল, ১৫ নম্বর বাগমনিরামে মোহাম্মদ গিয়াস উদ্দীন, ১৬ নম্বর চকবাজারে সাইয়েদ গোলাম হায়দার, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়ায় মোহাম্মদ শহিদুল আলম, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়ায় নুরুল আলম, ২০ নম্বর দেওয়ানবাজারে চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

২১ নম্বর জামালখানে শৈবাল দাশ, ২২ নম্বরে এনায়েত বাজারে সলিম উল্লাহ, ২৩ নম্বর উত্তর পাঠানটুলীতে মোহাম্মদ জাবেদ, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদে নাজমুল হক, ২৫ নম্বর রামপুরে আবদুস সবুর, ২৬ নম্বর উত্তর হালিশহরে মো. ইলিয়াছ, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদে মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, ২৮ নম্বর পাঠানটুলীতে নজরুল ইসলাম বাহাদুর, ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়িতে গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩০ নম্বর পূর্ব মাদারবাড়িতে আতাউল্লাহ চৌধুরী।

৩২ নম্বর আন্দরকিল্লায় জহর লাল হাজারী, ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজারে হাসান মুরাদ, ৩৪ নম্বর পাথরঘাটায় পুলক খাস্তগীর, ৩৫ নম্বর বকশিরহাটে নুরুল হক, ৩৬ নম্বর গোসাইলডাঙায় মো. মোর্শেদ আলী, ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহরে আবদুল মান্নান, ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহরে গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৯ নম্বর দক্ষিণ হালিশহরে জিয়াউল হক সুমন, ৪০ নম্বর উত্তর পতেঙ্গায় আবদুল বারেক ও ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গায় ছালেহ আহম্মদ চৌধুরী।

এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলরের মধ্যে জয়ী হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে ফেরদৌস বেগম, ২ নম্বরে জোবাইরা নার্গিস খান, ৩ নম্বরে জেসমিন পারভীন, ৪ নম্বরে তছলিমা বেগম, ৫ নম্বরে আনজুমান আরা, ৬ নম্বরে শাহীন আকতার, ৭ নম্বরে রুমকি সেন, ৮ নম্বরে নীলু নাগ, ৯ নম্বরে জাহেদা বেগম, ১০ নম্বরে হুরে আরা বেগম, ১১ নম্বরে ফেরদৌসি আকবর, ১২নম্বরে আফরোজা জহুর, ১৩ নম্বরে লুৎফুন্নেছা দোভাষ ও ১৪ নম্বরে শাহনূর বেগম।

চট্টগ্রাম সিটি করপোরেশন গঠনের পর ছয়টি নির্বাচনের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে আওয়ামী লীগ। আর এবারের নির্বাচনেই ভোটের ব্যবধান সবচেয়ে বেশি।

এদিকে বুধবার অনুষ্ঠিত নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ৭৩৩টি কেন্দ্রে মেয়র পদে নৌকা নিয়ে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী ভোট পেয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ২৪৮টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষে ভোট পেয়েছেন ৫২ হাজার ৪৭৯টি।

এ বিভাগের আরো খবর