চট্টগ্রাম সিটি কররেপারেশন নির্বাচনে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভাঙচুর, ভোটকেন্দ্রে হামলার ঘটনায় বিএনপির কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল প্রকাশ বালিসহ ২৪ জন নামীয় ও ৪০-৫০ অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন নিউজবাংলাকে এ তথ্য জানান।
বুধবার রাতে কোতোয়ালি থানায় এ মামলা করেন পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান।
বুধবার দুপুর ১২টার দিকে কেন্দ্রটিতে হামলার ঘটনা ঘটে। এর জেরে কেন্দ্রসহ ওই ওয়ার্ডের দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। ঘটনার পর পরই পাথরঘাটা থেকে বিএনপির কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইলকে আটক করে পুলিশ।
ওসি নেজাম উদ্দীন জানান, পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র ও ইভিএম ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। আটক মোহাম্মদ ইসমাইলকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন-সরোয়ার ওয়াহিদ, ইফতেখার ইকবাল নাদিম, জসিম উদ্দিন, আবু তৈয়ব, আবুল খায়ের টুটুল, মো. রুবেল, আকিব জাবেদ, মো. জসিম, প্রিন্স মারুফ, মো. সেলিম, আবুল খায়ের, আব্দুর রহমান সাদু, মো. ইব্রাহিম, আব্দুল কালাম, মো. হোসেন, মো. জাহেদ, মফিজুর রহমান, আব্দুল জলিল রিপন, আব্দুস সোবহান, সাইদুল হক শাহেদ, মো. ইউসুফ, শাহাদাত হোসেন নাবিল ও মো. সাইফুল।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গ্রেপ্তার মোহাম্মদ ইসমাইলকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
পাথরঘাটা ওয়ার্ডে মো. ইসমাইল বালি একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গত মেয়াদেও তিনি কাউন্সিলর ছিলেন।
বুধবারের নির্বাচনে এই ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী হিসেবে ছিলেন পুলক খাস্তগীর। এ ছাড়া আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বিজয় কৃষ্ণ দাশ ও অনুপ বিশ্বাসও প্রার্থী হয়েছিলেন। ভোটে জয়ী হয়েছেন পুলক খাস্তগীর।