রাজধানীর হাতিরঝিল এলাকায় বিনোদনপ্রেমীদের হয়রানি বন্ধে বুধবার দ্বিতীয় দিনের অভিযানে আটক করা হয়েছে ৫৫ কিশোরকে। তাদের মধ্যে তিন জনের কাছ থেকে ৪৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
ওই তিন জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বাকি ৫২ জনের মধ্যে ১৬ জনের বিরুদ্ধে গণউপদ্রব ও অহেতুক হইচই করার অপরাধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। অপর ৩৬ জনকে শর্তসাপেক্ষে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।
অভিযানের প্রথম দিন মঙ্গলবার ১৬ কিশোরকে আটক করা হয়েছিল। তাদের ওই দিনই পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) সোহেল রানা এসব তথ্য জানিয়েছেন।
সম্প্রতি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে এক জন জানান, হাতিরঝিলে ঘুরতে যাওয়া লোকজনদের কিশোররা হয়রানি করছে।
এ অভিযোগ আমলে নিয়ে হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করে পুলিশ সদর দপ্তর।
থানা পুলিশের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের দুই প্লাটুন সদস্য এ অভিযানে অংশ নেয়। পুরো এলাকা পাঁচ ভাগ করে ইউনিফর্ম ও সাদা পোশাক সমন্বয়ে পাঁচটি দল অভিযান চালায়।
এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) সোহেল রানা জানান, নাগরিকদের কল্যাণে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তান যেন কোনো অপরাধে জড়িয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে হবে।