বেড়াতে আসা লোকজনকে হয়রানির অভিযোগে হাতিরঝিল এলাকা থেকে আরও ৫২ কিশোরকে আটক করেছে পুলিশ।
বুধবার দিনভর অভিযানে তাদের আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। আটকদের বিষয়ে যাচাই বাচাই করা হচ্ছে। তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে বলছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে একই অভিযোগে ১৬ কিশোরকে আটক করার পর পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) সোহেল রানা আটকের তথ্য জানিয়েছেন।
সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখা পরিচালিত ফেসবুক পেইজে এক নাগরিক জানান, রাজধানীর হাতিরঝিল এলাকায় অবসরে বিনোদন এবং সুন্দরভাবে সময় কাটানোর জন্য যাওয়া বিনোদনপ্রেমীরা হয়রানির শিকার হচ্ছেন। এসব হয়রানি করছে ঝিলে আসা কিশোররা।
হাতিরঝিল এলাকায় অবসর কাটাতে বা বেড়াতে আসা মানুষের নিরাপত্তা দিতে পুলিশের প্রয়োজনীয় আয়োজন থাকা সত্ত্বেও বিষয়টি গুরুত্বসহ দেখার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়।
থানার তাৎক্ষণিক উদ্যোগ ও তৎপরতায় গতকাল মঙ্গলবার রাতে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে বেড়াতে আসা লোকজনকে উত্যক্ত করার অভিযোগে ১৬ কিশোরকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে কোন মামলা না পাওয়ায় মুচলেকা নিয়ে পিতা-মাতার জিম্মায় দেয়া হয়। এরই ধারাবাহিকতায় বুধবার ৫২ কিশোরকে আটক করেছে পুলিশ।
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, হাতিরঝিলে অবসর কাটাতে আসা মানুষের বিনোদন স্বস্তিদায়ক করতে বুধবার থেকে পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মোবাইল পেট্রোল টিমও দায়িত্ব পালন করবে। এতে বিনোদনপ্রেমীরা নিরাপদে সময় কাটাতে পারবেন।