চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নগরবাসীকে ভোটের অধিকার থেকে আওয়ামী লীগ বঞ্চিত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি প্রার্থীর প্রধান সমন্বয়ক আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার নির্বাচন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
খসরু বলেন, ‘একটি অবৈধ সরকার, অবৈধ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশ নিয়েছি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে। চট্টগ্রাম মহানগরীর মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করল আওয়ামী লীগ।’
সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
খসরু বলেন, ‘চট্টগ্রাম মহনগরীকে সন্ত্রাসের মিলনমেলায় পরিণত করেছে আওয়ামী লীগ। বহিরাগতদের দিয়ে নির্বাচনে সহিংস অবস্থা তৈরি করেছে। এজেন্টদের বের করার দায়িত্ব পালন করেছে পুলিশ। রাতের বেলাতেও ভোট দিয়েছে ইভিএমে।’
ইভিএমের ক্রটি তিনি বলেন, ‘কোনো কোনো জায়গায় ইভিএমে ধানের শীষ বাটনই নষ্ট ছিল। কোথাও কোথাও ধানের শীষ চাপলে আম চলে এসেছে। ভোট ডাকাতির সঙ্গে যোগ হয়েছে চরম নির্যাতন। এটি অর্থহীন নির্বাচনে পরিণত হয়েছে।’
বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন আওয়ামী লীগের বিরুদ্ধে তোলেন অসংখ্য অভিযোগ। বলেন, ‘নির্বাচনে ক্ষমতাসীনরা এজেন্টদের বের করে দিয়েছে, পুলিশ কোনো সাহায্য করেনি। ইভিএম কক্ষের সুরক্ষা ছিল না। বহিরাগতরা ছিল অনেক। আমাদের ২০০ নেতা-কর্মী আহত হয়েছেন। নির্বাচন হয়নি, হয়েছে নির্যাতন।’
আমির খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
শেষ পর্যন্ত নির্বাচনে ছিলেন। ফলাফল যাই হোক মেনে নেবেন কি না এমন প্রশ্নের উত্তরে আমীর খসরু বলেন, ‘নির্বাচনই হয়নি যেখানে, সেখানে ফলাফল মেনে নেয়ার কোনো প্রশ্নই উঠে না।’