চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতার জন্য বিএনপিকে দায়ী করেছে আওয়ামী লীগ। এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছে প্রতিনিধি দল।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কাযনির্বাহী কমিটির সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছার বুধবার বিকেলে নির্বাচন কমিশনের সচিবের কাছে লিখিত অভিযোগ দেন। তার সঙ্গে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানও ছিলেন।
অভিযোগপত্র জমা দিয়ে রিয়াজুল সাংবাদিকদের বলেন, ‘দুই-একটি অভিযোগ জানাতে এসেছি। চট্টগ্রামের ভোটে সকালবেলা বিভিন্ন কেন্দ্রে প্যানিক সৃষ্টি করা হয়েছে যাতে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে না পারে। প্রায় ৪০টি ওয়ার্ডে তারা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে।’
এই আওয়ামী লীগ নেতা অভিযোগ করে বলেন, ‘বিএনপি সন্ত্রাসীরা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদকের ছেলেকে ছুরিকাঘাত করেছে। বিএনপি সমর্থিত প্রার্থী ইভিএম ভেঙে ফেলেছে ও কেন্দ্র দখল করেছে। আমবাগান এলাকায় এক জন খুন করা হয়েছে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। পাঁচলাইশ এলাকায় আমাদের প্রার্থীর এজেন্টকে বের করে দেয়া হয়েছে।
বিএনপি এমন সহিংসতা না করলে ভোটার উপস্থিতি বেশি হতো বলে মনে করেন রিয়াজুল।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী ও বিএনপির শাহাদাত হোসেন ছাড়াও মেয়র পদে লড়ছেন আরও পাঁচ প্রার্থী। এ ছাড়া ৩৯টি সাধারণ কাউন্সিলর ও ১৪টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ২৩৭ জন।
নগরের ৪১টি ওয়ার্ডে ৭৩৫টি কেন্দ্রে বুধবার সকাল আটটা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল চারটা পর্যন্ত।