বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকা নিয়ে ‘জয়বাংলা’

  •    
  • ২৭ জানুয়ারি, ২০২১ ১৮:১৮

প্রথমে টিকা নিতে আসা নার্স রুনু বেরুনিকা কস্তাকে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমার ভয় লাগছে না তো? ভয় পাচ্ছ না তো?’, রুনু বলেন, ‘না ম্যাডাম।’ প্রধানমন্ত্রী বলেন, ‘খুব সাহসী তুমি।’ 

করোনার টিকা নিয়ে মুক্তিযুদ্ধের রণধ্বনী ‘জয়বাংলা’ স্লোগান দিলেন প্রথম পাঁচ জনই।

বুধবার বিকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তাকে দিয়ে দেশে শুরু হয় করোনা টিকা প্রদান কার্যক্রম।

প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন ভার্চুয়ালি।

টিকা নিতে এসে শুরুতে প্রধানমন্ত্রীকে প্রথমে সম্ভাষণ জানান রুনু। প্রধানমন্ত্রী বলেন, ‘তোমার ভয় লাগছে না তো? ভয় পাচ্ছ না তো?’

জবাবে রুনু বলেন, ‘না ম্যাডাম।’ এরপর প্রধানমন্ত্রী রুনুকে বলেন, ‘খুব সাহসী তুমি।’

এরপর কয়েক মিনিটের মধ্যেই তাকে টিকা প্রদান করেন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। টিকা দেয়া শেষ হতেই প্রধানমন্ত্রী বলেন ওঠেন, ‘হয়ে গেলো।’ এরপর হাততালি দিয়ে রুনুকে উৎসাহ দেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, ‘রুনু তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তুমি সুস্থ থাকো, ভালো থাকো আরও অনেক রোগীর সেবা করো, সেই দোয়া করি।’

টিকা নেয়া শেষ হতেই ‘জয় বাংলা’ ধ্বনি দেন সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা। তার সাথে সুর মেলাতে শোনা যায় প্রধানমন্ত্রীকেও।

এরপরই টিকা নিতে আসেন কুর্মিটোলা হাসপাতালের চিকিৎসক আহমেদ লুৎফুল মোবেন। তাকেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুস্থ থাকো ভালো থাকো, দোয়া করি।’

টিকা দেয়া শেষ হওয়ার পরে লুৎফুল মোবেনও স্লোগান দেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

তারপর টিকা নিতে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। টিকা নেয়ার সময় তাকে প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন, ‘নার্ভাস লাগছে না তো?’ জবাবে নাসিমা বলেন, ‘না। ঠিক আছে মাননীয় প্রধানমন্ত্রী।’

এ সময় স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাসল রিল্যাক্স করতে হবে।’

টিকা নেয়া শেষ হলে নাসিমা বলেন, ‘অনেক অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রী। আপনি আমাদের সঙ্গে আছেন।’

এরপর হাতের দুই আঙ্গুলে বিজয়ের ভি চিহ্ন দেখিয়ে তিনিও স্লোগান দেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

এরপর আইন শৃংখলা বাহিনীর প্রথম সদস্য হিসেবে করোনার টিকা নেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ট্রাফিক সার্জেন্ট দিদারুল ইসলাম। প্রধানমন্ত্রী তাকেও শুভেচ্ছা জানান।

এ সময় প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘পুলিশ এ সময়ে এতো কাজ করেছে, এতো সার্ভিস দিয়েছে যে বলার মতো নয়। অনেক সাহসী পদক্ষেপ নিয়েছে।’

প্রধানমন্ত্রী দিদারুলের কাছে জানতে চান, ভয় লাগছে কিনা। বলেন, ‘ঠিক আছো?’

জবাবে দিদারুল জানান তিনি ঠিক আছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘একটু কথা বলে রিল্যাক্স করাই।’

টিকা নেয়া শেষ হলে দিদারুল বলেন, ‘ধন্যবাদ প্রধানমন্ত্রী, একটু সুযোগ করে দেয়ার জন্য। জনগণের সেবক হিসেবে নিজে করোনার ভ্যাকসিন দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে চাই।’

এরপর তিনিও দেন ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান।

এরপর টিকা নেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। শুরুতেই প্রধানমন্ত্রীকে সালাম দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘ও তুমি নিচ্ছ?’

ব্রিগেডিয়ার জেনারেল ইমরান বলেন, ‘জ্বি স্যার।’

প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন, ‘ভয় পাচ্ছ ইমরান?’ জবাবে তিনি বলেন, ‘না স্যার?’

ব্রিগেডিয়ার জেনারেল ইমরানও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে দেন ‘জয় বাংলা’ স্লোগান। প্রধানমন্ত্রী তাকে বলেন, ‘সুস্থ্য থাকো, ভালো থাকো দোয়া করি।’

এ বিভাগের আরো খবর