ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার শুনানি ৩ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত। বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালত শুনানির জন্য এ দিন ধার্য করেন।
এদিন আদালতে উপস্থিত ছয় আসামির চার জনকে তাদের অভিযোগ পড়ে শোনান বিচারক। জানতে চান তারা দোষী না নির্দোষ। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন। মামলার অপর দুই আসামি পলাতক আছেন।
আসামির আত্মপক্ষ সমর্থন শেষে বিচারক শুনানির জন্য ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
মামলার ৩৪ জনের মধ্যে ২৮ জনের সাক্ষ্য নিয়েছে আদালত। ২০১৯ সালের ২৮ অক্টোবর অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়ের সাক্ষ্য নেয়ার মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি দেশে আসেন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায়। এদিন রাতে একুশের বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ। গুরুতর আহত হন বন্যা।
এ ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় শাহবাগ থানায় হত্যা মামলা করেন। ২০১৯ সালের পয়লা আগস্ট ছয় আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।
মামলার আসামিরা হলেন মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহা, মো. আরাফাত রহমান, শাফিউর রহমান ফারাবী, সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া এবং আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান ওরফে হাসিবুল ওরফে আবদুল্লাহ।