বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভোটারের সঙ্গে গোপন কক্ষে ‘কাউন্সিলর প্রার্থীর লোক’

  •    
  • ২৭ জানুয়ারি, ২০২১ ১৩:৪৫

সিটি নির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিল প্রার্থী আবুল হাসনাত বেলালের ছবি সম্বলিত ব্যাজ পরে ছিলেন ওই ব্যক্তি। গোপন কক্ষে ভোটারদের সঙ্গে তাকে ঢুকতে দেখা গেছে।

চট্টগ্রাম সিটি নির্বাচনে নগরের একটি কেন্দ্রে ভোটারদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর এক সমর্থককে ঢুকতে দেখা গেছে।

নগরীর লালখান বাজারের শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে এই চিত্র।

নিউজবাংলার প্রতিবেদক দুপুর সাড়ে ১২টার দিকে ওই কেন্দ্রে গিয়ে দেখেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেয়ার সময় গোপন কক্ষে প্রত্যেক ভোটারের সঙ্গে ঢুকছেন এক ব্যক্তি। ভেতরের ছবিও পেয়েছে নিউজবাংলা। এতে দেখা যায় ভোট দেয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত ভোটারকে সহায়তা করছেন ওই ব্যক্তি।

ওই ব্যক্তিকে ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিল প্রার্থী আবুল হাসনাত বেলালের ছবিযুক্ত ব্যাজ পরে থাকতে দেখা গেছে। নিউজবাংলার প্রতিবেদক কথা বলতে চাইলে তিনি রাজি হননি।

তবে সাংবাদিক পরিচয় দেয়ার পর কাউন্সিলর প্রার্থী বেলালের অন্য সমর্থকরা প্রতিবেদককে কেন্দ্র থেকে চলে যেতে বলেন।

গোপন কক্ষে ভোটারের সঙ্গে প্রার্থীর লোক কেন ঢুকছেন জানতে চাইলে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বশির আহমেদ বলেন, ‘আমি এই ধরনের দৃশ্য দেখিনি। কেউ অভিযোগও করেনি।’

গোপন কক্ষে ওই ব্যক্তির প্রবেশের ছবি প্রিসাইডিং কর্মকর্তাকে দেখানো হলে তিনি বলেন, ‘হয়তো তিনি ভোটারকে সহায়তা করছেন।’

অন্যদিকে কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলাল দাবি করেন, তার সমর্থকদের কেউ অনিয়মে জড়িত নন। অভিযুক্ত ব্যক্তি তার সমর্থক নন বলেও দাবি করেন তিনি।

সিটি নির্বাচনে লালখান বাজার ওয়ার্ডে তিন জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক কাউন্সিলর ফজল কবির আহমদ মানিক ও আওয়ামী লীগ সমর্থিত আবুল হাসনাত বেলালের মধ্যেই মূল লড়াই হচ্ছে।

এ বিভাগের আরো খবর