চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে একটি কেন্দ্রে দুই ঘণ্টায় নয়টি ভোট পড়েছে।
নগরের চকবাজার টিচার্স ট্রেনিং কলেজের এক কেন্দ্রে সকাল ১০টায় গিয়ে এ তথ্য জানা যায়।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হাবিবুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘আমার কেন্দ্রে নয়টি বুথ রয়েছে। তবে ভোটার উপস্থিতি খুবই কম।’
তিনি আরও জানান, এই কেন্দ্রে তিন হাজার ৪৭৯ জন ভোটার।
টিচার্স ট্রেনিং কলেজের আরেকটি কেন্দ্রেও ভোটার উপস্থিতি বেশ কম দেখা যায়। মোট তিনটি কেন্দ্র রয়েছে এ কলেজে।
বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনের অভিযোগ, ভোটারদের কেন্দ্রে আসতে দেয়া হচ্ছে না। বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে। এ জন্য ভোটার উপস্থিতি কম।
এদিকে সকাল ১০টার দিকে নগরের খুলশী থানার আমবাগান এলাকায় নির্বাচনি সহিংসতার সময় গুলিতে আলম মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ছাড়া লালখান বাজার এলাকায় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলাল ও বিদ্রোহী প্রার্থী এস কবির মানিকের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় সাত থেকে আট জন আহত হন।
একই সময়ে ১২ নম্বর ওয়ার্ডের অংশ পাহাড়তলীতে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিন ও বিদ্রোহী প্রার্থী সাবের আহমেদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আহত হন অন্তত সাত জন।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী ও বিএনপির শাহাদাত হোসেন ছাড়াও লড়ছেন আরও পাঁচ প্রার্থী।