চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটের পরিবেশ সুষ্ঠু আছে বলে জানিয়েছেন সাবেক মেয়র ও আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী আ জ ম নাছির উদ্দিন।
ভোট শুরুর পর বুধবার সকাল ৮টার দিকে নগরীর কদম মোবারক এমআই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার পর তিনি এ কথা জানান।
এরপরই আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিমকে সঙ্গে নিয়ে এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় যান সাবেক মেয়র। সেখানে ভোট দেন রেজাউল করিম।
সেখানেই আ জ ম নাছিরের সঙ্গে কথা হয় নিউজবাংলার। নির্বাচনি পরিবেশ নিয়ে বিএনপির অভিযোগ নাকচ করে তিনি জানান, ভোটের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে।
নির্বাচনে নিজেদের প্রার্থীর জয়ের আশা জানিয়ে নাছির বলেন, ‘কেউ যদি দুর্বল দল গঠন করে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, সে যদি বিপুল ভোটে পরাজিত হয়, সে জন্য জয়ী দলকে তো অভিযুক্ত করা যায় না।’
এবারের সিটি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন চেয়েও পাননি আ জ ম নাছির।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে প্রয়াত নেতা মহিউদ্দিনের অনুসারী ও নাছিরের দ্বন্দ্ব ছিল প্রকাশ্য। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরে সে দ্বন্দ্বের অবসান হয়।