চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় নির্বাচনি সহিংসতার সময় গুলিতে আলাউদ্দিন আলম মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল তার মৃত্যু হয়।
খুলশি থানার ওসি (তদন্ত) আফতাব আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলম নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’
সকাল নয়টার দিকে ঝাউতলার ইউসেফ আমবাগান স্কুল কেন্দ্রে আধিপত্য বিস্তারের জেরে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ওয়াসিম চৌধুরীর অনুসারীদের ছোঁড়া গুলিতে আহত হন আলম। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।
নিহত আলম ১৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমানের কর্মী। তার গ্রামের বাড়ি কুমিল্লায়; নগরের আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
এই হত্যার পর ঝাউতলা এলাকায় রেল লাইন অবরোধ করে রেখেছেন মাহমুদুরের সমর্থকরা। এসময় কেন্দ্রের বাইরে একটি মোটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বলেন, আমবাগান থেকে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে আনা হলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
১৯ লাখ ভোটারের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে; চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
সকালে নয়টার দিকে নগরের চকবাজার টিচার্স ট্রেনিং কলেজে (বিএড কলেজ) ভোট দিতে এসে বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন জানান, ভোটকেন্দ্রগুলো নিয়ন্ত্রণ করছে বহিরাগতরা। ফলে এজেন্ট দিতে পারছেন না তারা।
রেজাউলের এমন দাবির কিছুক্ষণ পরই নগরের খুলশী থানার আমবাগান এলাকায় সহিংসতার ঘটনা ঘটল।
কাউন্সিলর প্রার্থী সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া
ভোটের সকালে লালখান বাজার ও পাহাড়তলি এলাকায় আওয়ামী লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পৃথক দুটি ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। সে সময় মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ও গণমাধ্যমকর্মীরা জানান, সকাল ১০টার দিকে লালখান বাজার এলাকায় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলাল ও বিদ্রোহী প্রার্থী এস কবির মানিকের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় সাত থেকে আট জন আহত হন।
একই সময়ে ১২ নম্বর ওয়ার্ডের অংশ পাহাড়তলীতে আওয়ামী লীগ সমর্থিত নুরুল আমিন ও বিদ্রোহী প্রার্থী সাবের আহমেদের সমর্থকদের হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আহত হন অন্তত সাত জন।
চট্টগ্রাম সিটি করপোরেশনে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী ও বিএনপির শাহাদাত হোসেন ছাড়াও মেয়র পদে লড়ছেন আরও পাঁচ প্রার্থী।
অন্যদিকে, ৩৯টি সাধারণ কাউন্সিলর ও ১৪টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ২৩৭ জন।
এবারের নির্বাচনে ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ৪১৭টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।