চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী শাহাদাত হোসেনের নিজ কেন্দ্র হিসেবে পরিচিত নগরের চকবাজার টিচার্স ট্রেনিং কলেজের (বিএড কলেজ) তিনটি কেন্দ্রে কোনো এজেন্ট নেই।
বুধবার সকালে ভোট শুরুর পর পরই কেন্দ্রগুলো ঘুরে বিএনপির কোনো এজেন্টের দেখা পাওয়া যায়নি।
সকাল নয়টা ৪০ মিনিটের দিকে ভোট দিতে এসে এজেন্ট দিতে না পারার বিষয়ে শাহাদাত বলেন, ‘আমার নিজ কেন্দ্রে এজেন্ট পায়নি। মেরে বের করে দেয়া হয়েছে অনেক আগেই।
‘আমাদের ভোট আওয়ামী লীগের সঙ্গে হচ্ছে না, হচ্ছে প্রশাসনের সঙ্গে। এমনকি আমার ভোটারদেরও ভোট দিতে দেয়া হচ্ছে না। ভোটকেন্দ্র নিয়ন্ত্রণ করছে বহিরাগতরা। কারোর জাতীয় পরিচয়পত্র চেক করা হচ্ছে না।’
নির্বাচনে প্রচারের শেষ দিন গত সোমবারই নিজের এজেন্টদের নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে বলেছিলেন শাহাদাত। বলেছিলেন, তার ৮৫ জনকে সমর্থককে পুলিশ গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে অনেকেই এজেন্ট। বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেনদরবার করেন রেজাউল।
চকবাজার টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রের রিটার্নিং অফিসার হাবিবুর রহমান নিউজবাংলাকে জানান, ভোটের আগে তাকে বিএনপির এজেন্টদের একটি তালিকা দেয়া হলেও কেন্দ্রে কাউকেই দেখা যাচ্ছে না।
তিনি বলেন, ‘এখানে ৩ হাজার ৪৭৯ জন ভোটার আছেন। এই কলেজে তিনটি কেন্দ্র আছে। দুটি পুরুষদের জন্য, একটি নারী ভোটারদের জন্য। আমার কেন্দ্রে নয়টি বুথের একটিতেও বিএনপির কোনো এজেন্ট নেই।’
১৯ লাখ ভোটারের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে; চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এ সিটির ভোট নিয়ে আগ্রহ আছে বিভিন্ন মহলের। নির্বাচনি প্রচারের সময় প্রার্থীদের মধ্যে দেখা গেছে ব্যস্ততা।