চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট শুরু হয়েছে বুধবার সকাল ৮টা থেকে। কিছু কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই দেখা গেছে ভোটারদের দীর্ঘ সারি। তবে কয়েকটি কেন্দ্রে নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর শুরু হয় ভোট।
নগরীর বদ্দারহাট এলাকার এখলাছুর রহমান চৌধুরী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের গেট বন্ধ ছিল সকাল ৮টা ১০ মিনিটেও। রাহাত্তারপুল মাস্টার স্কুল কেন্দ্রেও সকাল ৮টায় শুরু হয়নি ভোট।
এর কারণ জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম বলেন, এবারই প্রথম সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ার কারণে কিছু কেন্দ্রে মেশিন সেটআপ করতে সময় লেগেছে। এ জন্যই কিছুটা দেরি হয়েছে। তবে বেশিরভাগ কেন্দ্রেই নির্ধারিত সময় ভোট শুরু হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট হবে ৭৩৫টি কেন্দ্রে। এবার ১৯ লাখের বেশি ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, নির্বাচনে সাত মেয়র প্রার্থী এবং সংরক্ষিত ও সাধারণ মিলে ২৪৪ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট কেন্দ্রগুলোর মধ্যে ৪১০টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব কেন্দ্রে পাঁচ পুলিশ ও ১২ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন।
সাধারণ কেন্দ্রে দুই পুলিশ ও ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।