অগ্নিনির্বাপক বাহিনীর নাম থেকে লিঙ্গ বৈষম্য দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশে বাহিনীটির নাম বদলে দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
‘ফায়ারম্যান’ পদের নাম পরিবর্তন করে ‘ফায়ারফাইটার’ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অগ্নি অনুবিভাগের আদেশে এই পরিবর্তন আনা হয় বলে মঙ্গলবার বিকেলে ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২০১৯ সালের ২০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিঙ্গবৈষম্য দূরকরণে ফায়ার সার্ভিসের ‘ফায়ারম্যান’ পদের নাম ‘ফায়ারফাইটার’ করার মত দিয়েছিলেন।
প্রধানন্ত্রীর সেই অভিমত অনুযায়ী, ফায়ারম্যান পদের নাম পরিবর্তনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে প্রস্তাব পাঠানো হয়।
সকল দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে ২৪ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ বিষয়ে চূড়ান্ত আদেশ দেয়।
এখন থেকে সকল দাপ্তরিক কাজে এবং গণমাধ্যমে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যদের ‘ফায়ারম্যান’ না বলে ‘ফায়ারফাইটার’ বলতে অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।