চট্টগ্রাম সিটি করপোরেশন ভোটের দিন আইডি কার্ড সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ।
তিনি বলেন, ‘নির্বাচনের দিন সবাইকে পরিচয় পত্র সঙ্গে রাখতে হবে। যারা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখবেন তাদের জন্য নির্বাচন হবে উৎসবমুখর। কিন্তু যাদের কাছে জাতীয় পরিচয়পত্র থাকবে না, মানে বহিরাগতদের জন্য নির্বাচনের দ্বার বন্ধ। কোনো বহিরাগত এসে নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারবে না।’
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।
এ ছাড়াও নির্বাচনের দিন বিজয় মিছিল করার ব্যাপারেও নিষেধাজ্ঞার কথা জানান সিএমপি কমিশনার।
তিনি আরও বলেন, ‘নির্বাচনের আচরণবিধি অনুযায়ী নির্বাচনি এলাকায় ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘণ্টা, ভোটগ্রহণের দিন সকাল ৮টা থেকে রাত ১২টা এবং ভোটের দিন রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত নির্বাচনি এলাকায় কোনো ব্যক্তি কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিল বা শোভাযাত্রা করতে বা তাতে অংশ নিতে পারবেন না।’
কমিশনার বলেন, ‘আমরা ডানে বামে তাকাবো না। যে আইনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়াবে তাকে কঠোরভাবে দমন করব আমরা। এ ছাড়া চেকপোস্টের ফলাফল আমরা পেয়েছি বলার মতো তেমন কোনো ঘটনা ঘটেনি।’
২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট হবে।