রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেলের এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলার একমাত্র আসামি ইফতেখার ফারদিন দিহানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ পিছিয়েছে।
মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আ ফ ম আসাদুজ্জামান জানান, দিহানের ডিএনএ পরীক্ষার রিপোর্ট এখনও তার হাতে আসেনি।
তদন্তকারী কর্মকর্তা সময়ে চেয়ে আবেদন করলে ঢাকার মুখ্যমহানগর আদালতের হাকিম বেগম ইয়াসমিন আরা ১১ ফেব্রুয়ারি নতুন তারিখ দিয়েছেন।
পরে আ ফ ম আসাদুজ্জামান নিউজবাংলাকে জানান, আদালতের আদেশে আসামি দিহানের ডিএনএ পরীক্ষা করা হয়েছে। তবে রিপোর্টটি এখনও তার কাছে আসেনি। রিপোর্টের জন্য ঢাকা মেডিক্যালের ফরেনসিক বিভাগকে তাগিদ দিয়েছেন। কিন্তু এখনও তা হাতে পান নাই।
গত ৭ জানুয়ারি দুপুরে নিজ বাসায় ডেকে নিয়ে ‘ও’ লেভেলের ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে দিহানের বিরুদ্ধে।
অবশ্য, দিহান নিজেই ওই ছাত্রীকে ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ৭ জানুয়ারি রাতে নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা করেন। মামলার একমাত্র আসামি দিহান। মামলায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের পর হত্যার অভিযোগ আনা হয়েছে।
ওই দিনই দিহানকে আটকের পর গ্রেপ্তার দেখায় কলাবাগান থানা পুলিশ। পরদিন এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য ২৬ জানুয়ারি দিন রেখেছিলেন ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ।
আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন দিহান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে কারাগারেই আছেন তিনি।
এরপর তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গত ১০ জানুয়ারি দিহানের ডিএনএ টেস্টের অনুমতি দেয় আদালত। ঘটনার সময় দিহান যৌনশক্তি বর্ধক কোনো ওষুধ ও মাদক সেবন করেছিলেন কি না তা পরীক্ষার জন্যও ১৩ জানুয়ারি অনুমতি দেয় আদালত।