চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বুধবার ভোটগ্রহণের দিন নগরের দুইটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এরমধ্যে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (সিইপিজেড) ১৩৪টি এবং কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (কেইপিজেড) ৪৩টি কারখানা রয়েছে।
সিইপিজেডের মহাব্যবস্থাপক মশিউদ্দিন বিন মেজবাহ নিউজবাংলাকে জানান, ইপিজেডে ১৫৪টি কারখানার মধ্যে ১৩৪টি চালু রয়েছে। কারখানাগুলোতে প্রায় পৌনে দুই লাখ কর্মী কাজ করেন। বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দিন সব কারখানা বন্ধ থাকবে।
কেইপিজেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ এনামুল হক বলেন, ইপিজেডে ৪৩টি কারখানা চালু রয়েছে। এসব কারখানায় ৭০ হাজার কর্মী চাকরি করেন। চট্টগ্রামে নির্বাচনের দিন সব কারখানা বন্ধ থাকবে।
নির্বাচনের দিন চট্টগ্রামে সব অফিস আদালত খোলা রাখার সিদ্ধান্ত দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
বুধবার চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটগ্রহণ। এতে সাতজন মেয়র প্রার্থী এবং সংরক্ষিত ও সাধারণ মিলে ২৪৪ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট হবে ৭৩৫টি কেন্দ্রে। ভোটার ১৯ লাখের বেশি।