বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উদ্বুদ্ধ করতে টিকায় আপত্তি নেই: তথ্যমন্ত্রী

  •    
  • ২৫ জানুয়ারি, ২০২১ ২১:৩০

‘আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার অধিকার আগে নয়। যারা জনগণকে স্বাস্থ্য সেবা দেয়ার জন্য কাজ করছে, তাদের অধিকারটা আগে। তবে পথ দেখানোর জন্য ভলান্টিয়ার করতে আমার আপত্তি নাই।’

মানুষকে উদ্বুদ্ধ করতে শুরুতে করোনার টিকা নিতে আপত্তি নেই বলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের। তবে তিনি বলেছেন, এই টিকার অগ্রাধিকার তার নয়, যারা ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছেন, তাদেরই প্রথম টিকা দেয়া উচিত।

এ নিয়ে দুই জন মন্ত্রী প্রথমে টিকা নিতে আগ্রহ প্রকাশ করলেন যদিও আগামী বুধবার একজন নার্সকে টিকা দেয়ার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হচ্ছে।

সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী।

জনপ্রতিনিধিরা আগে টিকা পাবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার অধিকার আগে নয়। যারা জনগণকে স্বাস্থ্য সেবা দেয়ার জন্য কাজ করছে, তাদের অধিকারটা আগে। তবে পথ দেখানোর জন্য ভলান্টিয়ার করতে আমার আপত্তি নাই।’

করোনা টিকা নিয়ে ‘বিভ্রান্তি ছড়ানোয়’ বিএনপি নেতাদের সমালোচনা করেন তথ্যমন্ত্রী হাছান। তিনি বলেন, ‘বিএনপি আশা করছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার সঠিকভাবে করোনা মোকাবিলা করতে পারবে না। কিন্তু আমরা যেভাবে মোকাবিলা করেছি, তা আজ সমগ্র বিশ্বে স্বীকৃত এবং প্রশংসিত।’

মন্ত্রী বলেন, বিএনপি আশা করেছিল, সঠিক সময়ে টিকা আনা সম্ভব নয়। যখন সঠিক সময়ে টিকা চলে এল, তখন তারা এই টিকা নিয়ে প্রশ্ন তুলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

বিএনপি শুরুতে বলেছিল করোনার টিকা আসবে না। তবে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে ৭০ লাখ টিকা দেশে চলে আসার পর দলের নেতারা এখন বক্তব্য পাল্টেছেন। তাদের দাবি, ভারতীয় টিকা নিরাপদ নয়। এমনকি টিকা দিয়ে সরকার বিএনপিকে মেরে ফেলতে চাইছে- এমন বক্তব্যও দিয়েছেন দলের মুখপাত্র রুহুল কবির রিজভী।

তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড-এস্ট্রাজেনেকা উদ্ভাবিত এই টিকা পৃথিবীতে সবচেয়ে কার্যকর টিকাগুলোর অন্যতম এবং আমাদের জলবায়ুতে অত্যন্ত কার্যকর যা ভারতে কোটি কোটি মানুষের ওপর প্রয়োগ করা হচ্ছে।

‘মির্জা ফখরুল সাহেব জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলেছেন, এই টিকার ওপর নাকি তাদের আস্থা নাই। অথচ এই টিকার ওপর বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ পুরো পৃথিবীই আস্থা স্থাপন করেছে। ভারতের কোটি কোটি মানুষকে এবং পৃথিবীর অন্যান্য দেশও এই টিকা কিনে তাদের জনগণকে দেয়ার প্রক্রিয়া শুরু করেছে।’

টিকা নিয়ে ফখরুলরা শুরুতে কী বলেছিলেন, সেটা স্মরণ করার পরামর্শও দেন হাছান। তিনি বলেন, ‘ফখরুল বালখিল্য প্রলাপের মতো বলেছেন যে, এই টিকা প্রথমে প্রধানমন্ত্রীকে দেয়া হোক। মানুষ বুড়ো হলে অনেক সময় ডিমেনসিয়া হয় তখন তারা আবোল তাবোল বলেন। আমার সন্দেহ হচ্ছে, তার এ রোগ হলো কি না?’

বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘টিকা আসার খবরে বিএনপি বলেছিল, এই টিকা নিয়ে লুটপাট হবে। অর্থাৎ শুধুমাত্র ক্ষমতাবানদেরকে টিকা দেয়া হবে। সে প্রেক্ষিতেই বলেছিলাম যদি বিএনপি আগে টিকা চায়, তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানাব তাদেরকে আগে দেয়ার জন্য।

‘এখন রিজভী সাহেবের কথায় মনে হচ্ছে, তারা হয়ত আদৌ টিকা নিতে চায় না। তাকে এবং তার মহাসচিবকে বলবো, জনগণকে বিভ্রান্ত করার নোংরা রাজনীতিটা বন্ধ করুন।’

এ বিভাগের আরো খবর