বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে ভোটের দিন অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

  •    
  • ২৫ জানুয়ারি, ২০২১ ১৬:৩১

সিএমপির জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, ২৫ জানুয়ারি ভোর ৬টা হতে ২৯ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও বহন নিষিদ্ধ থাকবে।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২৫ জানুয়ারি ভোর ৬টা হতে ২৯ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও বহন নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সিএমপির জনসংযোগ কর্মকর্তা শাহ মো. আব্দুর রউফ নিউজবাংলাকে বলেন, ২৫ জানুয়ারি ভোর ৬টা হতে ২৯ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও বহন নিষিদ্ধ থাকবে। যারা এই আদেশ লংঘন করবে তাদের বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, চট্টগ্রামে বৈধ অস্ত্রের সংখ্যা ৪ হাজার ২৭৫টি। একনলা, দুইনলা, শর্টগান ও পিস্তলের লাইসেন্স দেয় জেলা প্রশাসন। এরমধ্যে মহানগরে ২ হাজার ৪৭৭ টি আর উপজেলাগুলোতে ১ হাজার ৭৮০ টি।

আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হবে। নির্বাচনে মেয়র পদে লড়ছেন সাত জন। কাউন্সিলর পদে ১৭২ জন। ৭৩৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে হবে ভোট গ্রহন।

এ বিভাগের আরো খবর