বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবরার হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পেছাল

  •    
  • ২৫ জানুয়ারি, ২০২১ ১২:৪৭

সোমবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবুজার মো. কামরুজ্জামানের আদালতের স্টেনোগ্রাফার অলিউল ইসলাম অসুস্থ থাকায় পেছায় সাক্ষ্য গ্রহণ।

আদালতের স্টেনোগ্রাফার অসুস্থ থাকায় পিছিয়েছে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ।

সাক্ষ্য গ্রহণের জন্য ৩১ জানুয়ারি নতুন দিন ঠিক করেছে আদালত।

সোমবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবুজার মো. কামরুজ্জামান নতুন দিন ঠিক করেন।

ওই আদালতের স্টেনোগ্রাফার অলিউল ইসলাম অসুস্থ থাকায় আজ নেয়া হয়নি সাক্ষ্য।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আব্দুল্লাহ ভুঞা।

তিনি জানান, এ মামলায় ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।

রোববার থেকে মামলার প্রধান তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) লালবাগ জোনের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামানের সাক্ষ্য শুরু হয়। তিনি এই মামলার ৪৬তম সাক্ষী। তার সাক্ষ্য সমাপ্তির মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ হবে।

এরপর বাকি থাকবে শুধু আসামিপক্ষের সাফাই সাক্ষীর পরীক্ষা করা। এ মামলার আনুষ্ঠানিক রায় ঘোষণার জন্য আইনি প্রক্রিয়া বাকি থাকবে মাত্র দুই ধাপ; যুক্তিতর্ক উপস্থাপন ও রায়।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই রাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ। গত ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ বিভাগের আরো খবর