ঘন কুয়াশার কারণে রাতভর বন্ধ থাকার পর সোমবার সকালে একে একে সচল হয়েছে তিন নৌপথের ফেরি।
এর মধ্যে সাড়ে ১২ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া, ১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ও ৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে চলতে শুরু করেছে ফেরি।
কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রোববার রাত ৯টা থেকে বন্ধ করা হয় বাংলাবাজার-শিমুলিয়া নৌপথের ফেরি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের গ্রুপ ইনচার্জ ফারুক আহমেদ জানান, কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। রাতভর ঘাটে আটকে থাকা যানবাহন সকালে চলতে শুরু করলেও ছিল ধীরগতি।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ হয় রোববার রাত সাড়ে ১০টায়, জানান বিআইডব্লিউটিসির সহকারী ব্যাবস্থাপক মাহবুবুর রহমান। তিনি বলেন, নাব্য সংকটে নদীর বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হওয়া ডুবোচরে কুয়াশার কারণে ফেরি আটকে যাওয়ার শঙ্কা থাকে। এ কারণে কুয়াশা বাড়লে ফেরি বন্ধ রাখা হয়। সকাল সাড়ে ৮টা থেকে এই রুটে চলতে শুরু করে ফেরি।
শরীয়তপুর-চাঁদপুর নৌপথে রাত দেড়টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ ছিল ফেরি চলাচল। নরসিংহপুর ফেরিঘাটের বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, রাতে কুয়াশা বাড়ায় মাঝনদীতে নোঙর করতে হয়েছে ৪টি ফেরি। কুসুমকলি, কামিনী, করবী ও কুমারী নামের এই চারটি ফেরি যানবাহন নিয়েই রাতভর ছিল মাঝনদীতে।
দুর্ঘটনা এড়াতে গত প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন সময় নৌপথগুলোতে ফেরি চলাচল বন্ধ করে আসছে বিআইডব্লিউটিসি।