ফায়ার সার্ভিসের এক ঘণ্টা ১০ মিনিটের চেষ্টায় রাজধানীর কমলাপুরের অলি অ্যাপারেলস নামের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
রোববার সকাল সাড়ে সাতটার দিকে বিআরটিসি বাস ডিপোর কাছে ওই পোশাক কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার আজিজুল হক জানান, সাতটা ৪০ মিনিটে আগুনের খবর পান তারা। এরপর সাতটা ৫০ মিনিটে কাছাকাছি এলাকা খিলগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সিদ্দিকবাজার ও অন্যান্য জায়গা থেকে আরও সাতটি ইউনিট এসে যোগ দেয়। সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সালেহউদ্দিন নিউজবাংলাকে জানান, অলি অ্যাপারেলস ভবনটি ছয় তলা। এর ষষ্ঠ তলায় একটি গোডাউন আছে। সেখানেই আগুন লাগে। তবে ঠিক সময়ে আগুন নেভানোর কাজ শুরু করায় অন্য তলায় ছড়াতে পারেনি।
আগুনের কারণ ও ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সালেহউদ্দিন আরও জানান, ছয় তলায় এখনও কিছু ধোঁয়া আছে। ধোঁয়া কমলে সেখানে চূড়ান্ত তল্লাশি চালানো হবে। এই ঘটনার কারণ ও ক্ষতি নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিটি করা হবে। সাত দিনের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দেবে।
অলি অ্যাপারেলসের ফ্যাক্টরি ইনচার্জ তসলিম আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘ছয় তলায় আমাদের সুইং সেকশন ও গোডাউন। এত সকালে কোনো কর্মী আসে না; রাতেও সেখানে কেউ থাকে না। জানি না কীভাবে আগুন লাগল।’
ক্ষতির বিষয়ে ইনচার্জ বলেন, ‘এখনই বললে ভুল তথ্য দেয়া হতে পারে। স্টকের সঙ্গে মালামাল মিলিয়ে তারপর বলতে পারব।
‘গোডাউনে রপ্তানির জন্য তৈরি পোশাক ও প্যাকিংয়ের সরঞ্জাম ছিল। তবে আমার ধারণা গোডাউনের সবকিছুই পুড়ে গেছে।’