ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চালু হয়েছে ফেরি চলাচল। শরীয়তপুর-চাঁদপুর নৌপথেও ফেরি চলতে শুরু করেছে ৭ ঘণ্টা পর। আর প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর ফেরি চালু হয়েছে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে।
কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ফেরি চলতে শুরু করেছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
দুর্ঘটনা এড়াতে গত প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন সময় নৌপথগুলোতে ফেরি চলাচল বন্ধ করে আসছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
ঘাট কর্তৃপক্ষ বলছে, কুয়াশা বেড়ে গেলে ফেরির মার্কিং বাতির আলো ঝাপসা হয়ে যায়। তখন দুর্ঘটনার শঙ্কা থাকে। এ কারণে ফেরি চলাচল বন্ধ করা হয়।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি বন্ধ করা হয় শনিবার রাত ১০টার দিকে। সেখানে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক মিলে তিন শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় ছিল রাতভর। কুয়াশা কমতে থাকায় সকাল ১০টায় সচল হয় ঘাট।
ফেরি বন্ধ হওয়ায় ঘাটে অপেক্ষমাণ যানবাহন। ছবি: নিউজবাংলা
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, নদীতে নাব্য সংকটের কারণে বিভিন্ন পয়েন্টে ডুবোচর সৃষ্টি হয়েছে। এই ডুবোচরে ফেরি যাতে না আটকে যায় এর জন্য চলাচল বন্ধ রাখা হয়েছিল।
সাত ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথ সচল হলেও কুয়াশার কারণে ফেরি চলছে ধীরগতিতে। এ কারণে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি।
ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, ভোররাত ৩টা থেকে বন্ধ ছিল এই নৌপথের ফেরি। সকাল ১০টার পর নরসিংহপুর ফেরিঘাটে যানবোঝাই তিনটি ফেরি চাঁদপুরের হরিনা ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে গেছে।
শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি বন্ধ হয় শনিবার রাত দেড়টা থেকে। সকাল ১০টার দিকে ফেরি চালু হয় বলে জানান বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক ভজন সাহা।
এই নৌপথের বাংলাবাজার ঘাটে কয়েকশ যানবাহন নদী পারাপারের অপেক্ষায় ছিল।