বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হানিফ ফ্লাইওভারে বাইকে বাসের ধাক্কা, নিহত ২

  •    
  • ২৩ জানুয়ারি, ২০২১ ২০:২০

যাত্রাবাড়ী থেকে গুলিস্তানগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে জৌনপুর পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ চালক ছিটকে সেখানে কর্মরত সিকিউরিটি গার্ডের  (কমিউনিটি পুলিশ) উপরে পড়েন।

রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির এলাকার হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দুজন মারা গেছেন। তারা হলেন- মোটরসাইকেল চালক আক্তার হোসেন ও কমিউনিটি পুলিশ মফিজুল ইসলাম মফিজ।

শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হানিফ ফ্লাইওভারে সে সময় দায়িত্বে থাকা কমিনিটি পুলিশ সদস্য বদরুল ইসলাম ও মেহেদী হাসান জানান, যাত্রাবাড়ী থেকে গুলিস্তানগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে জৌনপুর পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ চালক ছিটকে সেখানে কর্মরত সিকিউরিটি গার্ডের (কমিউনিটি পুলিশ) উপরে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাদের ঢামেক হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক প্রথমে আক্তার হোসেনকে সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর মফিজুল ইসলামও মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মরদেহ দুটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

নিহত আক্তার হোসেন রংপুর জেলার পীরগাছা উপজেলার মৃত আবদুর রউফের ছেলে। বর্তমানে আজিমপুর স্টাফ কোয়ার্টারে স্ত্রীসহ থাকতেন। তিনি নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন।

তার স্ত্রী ফরিদা ইয়ামিন ঢামেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। ঢামেক হাসপাতাল এসে নিহতের মামাশ্বশুর আব্দুল আজিজ এসব তথ্য জানিয়েছেন। আক্তার কর্মস্থল থেকে আজিমপুরের বাসায় ফিরছিলেন।

নিহত মফিজুলের কোনো আত্মীয় না আসায় তার বিষয়ে বিস্তারিত পাওয়া যায়নি।

এ বিভাগের আরো খবর