বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নতুন বাড়িতে উঠছি দ্যেখ্যা কটুমসদর অ্যাসছে

  •    
  • ২৩ জানুয়ারি, ২০২১ ১৭:৩৩

‘কয়েকদিন থ্যাকা রাইতে ঘুমই আসছিল না। আজ নতুন বাড়ি প্যায়াছি, আর খুশি লাগছে একটু বেশি, যে প্রধানমন্ত্রী হ্যামার সাথে কথা বলেছে। প্রধানমন্ত্রীর জন্য সবসময়ই দোয়া করি।’

ছেলে নতুন ঘরে উঠেছে। তাই বেড়াতে এসেছেন মা ও স্বজনরা। নতুন ঘরের উনুনে চড়েছে রান্না। চারদিকে যেন উৎসবের আয়োজন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লা এলাকায় দেখা গেল এই চিত্র। বাড়ির উঠানে মা সামনুর বেগম ও স্ত্রী বেলিআরা খাতুনকে নিয়ে ক্র্যাচে ভর দিয়ে দাঁড়িয়ে রান্নার আয়োজন দেখছিলেন সদ্য বাড়ির মালিক হওয়া মো. মেসবাউল। ‌আর রান্না করছেন বড় ভাবী সখিনা বেগম।

আজই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়া বাড়ি বুঝে পেয়েছেন তিনি। বললেন, ‘নতুন বাড়িতে উঠছি দ্যেখ্যা কটুমসদর অ্যাসছে।’

মেসবাউল জানালেন, রাজমিস্ত্রী ছিলেন তিনি। কয়েক বছর আগে গাছ থেকে পড়ে কোমড়ের হার ভেঙে যাওয়ায় হারান কর্মক্ষমতা। চিকিৎসার খরচ জোটাতে বিক্রি করতে হয় শেষ সম্বল পৈত্রিক এক কাঠা জমি। এরপর থেকে স্ত্রী-সন্তান নিয়ে ভাইয়ের বাড়িতেই থাকতেন।

প্রধানমন্ত্রীর কাছ থেকে ছেলে বাড়ি পাওয়ায় খুশি সামনুর বেগম। তিনি বলেন, ‘আজই প্রধানমন্ত্রী হামার ছ্যালাকে একটা বাড়ি দিয়্যাছে, তাই হামি ছ্যালা আর বহু পোতা পুতিনকে তুল্যা দিতে অ্যাসছি। আত্মীয়-স্বজনরা সবাই একসাথে অ্যাসছে, একসঙ্গে সবাই দুপুরে থাকবে, তাই কি দিয়্যা ভাত খ্যাতে দিব, তাই আমি নিজেই মাছ কিন্যা লিয়্যা আসছি’।

এমন উৎসবমূখর পরিবেশ ওই এলাকার নতুন বাড়ি পাওয়া প্রত্যেকের আঙিনায়। তার মধ্যে একজন ফাতেমা বেগম। তিনি বলেন, ‘কয়েকদিন থ্যাকা রাইতে ঘুমই আসছিল না। আজ নতুন বাড়ি প্যায়াছি, আর খুশি লাগছে একটু বেশি, যে প্রধানমন্ত্রী হ্যামার সাথে কথা বলেছে। প্রধানমন্ত্রীর জন্য সবসময়ই দোয়া করি’।

নতুন বাড়ির মালিক রুলিয়ারা বেগম বলেন, ‘জ্যাড়ের দিনেও দোকানে কম্বল গ্যায় দিয়ে থাকতাম, কী যে কষ্ট হত, বাড়ি প্যায়াছি, আল্লাহ প্রধামমন্ত্রীর ভাল করুন’।

মুজিববর্ষ উপলক্ষ্যে দেশের ৬৬ হাজারেরও বেশি ভূমিহীন পরিবারকে বিনা পয়সায় ঘর তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে গৃহহীনদের হস্তান্তর করেন এসব ঘর।

চাঁপাইনবাবগঞ্জে উপহারের ঘর পেতে যাচ্ছেন এক হাজার ৩১৯টি পরিবার। এর মধ্যে আজ সদর উপজেলার সল্লা এলাকায় ৩৬ জনের কাছে ভার্চুয়ালি ঘরের দলিল হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

পর্যায়ক্রমে তালিকাভুক্ত প্রত্যেককেই ঘর ও দলিল বুঝিয়ে দেয়া হবে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা।

এ বিভাগের আরো খবর