কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে একজন নারীর সঙ্গে এক বন্দীর একান্ত সাক্ষাতের সুযোগ করে দেয়ার অভিযোগে ডেপুটি জেলার মোহাম্মদ সাকলাইন, সার্জেন্ট আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী খলিলুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
তাদের কাশিমপুর-১ কারাগার থেকে প্রত্যাহার করে কারা সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
গত ১৮ জানুয়ারি তাদের প্রত্যাহার করা হলেও শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন।
তিনি জানান, এই ঘটনার তদন্তে আরও কাউকে পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।গত ৬ জানুয়ারি দুপুরে কাশিমপুর কারাগারের ভেতরে হলমার্কের জিএম তুষার আহমেদের সঙ্গে একজন নারীর একান্ত সাক্ষাতের চিত্র কারাগারের সিসিটিভিতে ধরা পড়ে। এ সময় সেখানে ডেপুটি জেলার মোহাম্মদ সাকলাইনসহ বাকি দুজনকে দেখা যায়।
এ ঘটনায় কারা অধিদপ্তর দুটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তিনজনকে প্রত্যাহার করা হয়েছে।