বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বীর মুক্তিযোদ্ধার দেয়া জমিতে ৩২ গৃহহীনের ঘর

  •    
  • ২২ জানুয়ারি, ২০২১ ২১:৫৪

বীর মুক্তিযোদ্ধ আব্দুল মালেকের দেয়া ৯০ শতক জমিতে তৈরি হচ্ছে ৩২ ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ঘর। যাতায়াতের রাস্তা তৈরির জন্য আরও ১৫ শতক জমি দান করেছেন তিনি।

দেশের উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারদের গৃহ নির্মাণের জন্য জমি দান করেছেন আব্দুল মালেক নামে ৭২ বছর বয়সী এক বীর মুক্তিযোদ্ধা। আর তার দেয়া ৯০ শতক জমিতে তৈরি হচ্ছে ৩২ ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নতুন ঘর।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উপজেলার রণচন্ডী এলাকার মৃত হোসেন আলীর ছেলে। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশকে হানাদারমুক্ত ও স্বাধীন করার জন্য ১৮ বছর বয়সে যুদ্ধে অংশগ্রহণ করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষে সারা দেশে পৌনে নয় লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে ঘর। এটি বাস্তবায়ন করছে আশ্রয়ণ প্রকল্প-২।

দেশের বিভিন্ন জেলার মতো পঞ্চগড়ে ছয় শতাধিক পরিবার পাচ্ছে নতুন ঘর। তার মধ্যে তেঁতুলিয়া উপজেলায় ১৪২টি পরিবারের প্রত্যেকের জন্য দুই শতাংশ খাস জমির উপর দুই কক্ষের একটি আধাপাকা ঘরসহ সংযুক্ত টয়লেট ও রান্নাঘর নির্মাণ করা হচ্ছে।

তবে উপজেলার রণচন্ডী এলাকায় দেখা গেছে ভিন্ন চিত্র। এখানে সরকারি খাস জমিতে নয়, এক জন বীর মুক্তিযোদ্ধার দেয়া জমিতে নির্মাণ করা হচ্ছে ৩২টি পরিবারের জন্য নতুন ঘর ও ঠিকানা। আর এই গুচ্ছগ্রাম/আশ্রম প্রকল্পের নামকরণ করা হচ্ছে ‘মালেকনগর গুচ্ছগ্রাম’।

আব্দুল মালেক এই পরিবারগুলোর জন্য ৯০ শতক জমি ছাড়াও যাতায়াতের রাস্তা তৈরির জন্য আরও ১৫ শতক জমি দান করেছেন। এখানে যারা বসবাস করবেন, সেই পরিবারগুলোর জন্য একটি বড় পুকুরও খনন করে দিচ্ছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্রের সাহার তত্ত্বাবধানে নির্মাণ করা হচ্ছে এসব ঘর। প্রতিটি ঘর এক লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এসব ঘর চলতি বছরের ১৬ মার্চের মধ্যে ৩২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। তাছাড়া এসব পরিবারদের জন্য রাস্তা নির্মাণসহ প্রতি তিনটি পরিবারের জন্য আলাদাভাবে টিউবওয়েল স্থাপন ও বৈদ্যুতিক লাইনের সংযোগ দেয়া হচ্ছে।

৭২ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধা এর আগেও তার বাড়ির পাশে ৭০ শতক জমির উপর ১৬টি গরিব অসহায় মানুষের বসবাস করার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি সকাল থেকে বিকেল পর্যন্ত দিনের যে কোনো সময় এসে ঘরগুলো দেখেন এবং ঘুরে বেড়ান। তার ১৩ সন্তান বিভিন্ন পেশায় নিয়োজিত।

স্থানীয় সংসদ সদস্য মজাহারুল হক প্রধান ও উপজেলা চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু এই নতুন ঘর নির্মাণ কাজ উদ্বোধন করেন। এরইমধ্যে ঘরের ৫০ শতাংশ নির্মাণকাজ শেষ হয়েছে।

ভূমিহীন সহিদুল ইসলাম বলেন, ‘আমরা গরিব মানুষ। আমাদের জমি নাই, ঘরও নাই। সরকার আমাদের থাকার জন্য নতুন ঘর বানায় দিচ্ছে, এতে আমরা অনেক খুশি।’

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের ছেলে আব্দুর রহমান বলেন, ‘বাবা ৩২টি গরিব অসহায় পরিবারের জন্য ঘর বানানোর জমি দান করায় আমরা তার সন্তানেরা গর্ববোধ করি। তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন, আর আজ তিনি মানুষের বসবাসের জন্য নিজের জমি দান করলেন।’

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বলেন, ‘আমার অনেক ভাল লাগছে প্রধানমন্ত্রী আমার দান করা জমিতে গরিব মানুষদের জন্য ঘর তৈরি করে দিচ্ছেন।’

তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনিছুর রহমান জানান, প্রধানমন্ত্রী মুজিববর্ষ উপলক্ষ্যে গৃহহীনদের ঘর নির্মাণের উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রেখেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। তার জমিতে ঘরগুলো তৈরি করা হচ্ছে।’

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, ‘আমরা চেষ্টা করছি নির্মাণকাজের মান সর্বোচ্চ সঠিক রাখতে, যাতে ভূমিহীন ও গৃহহীনরা প্রধানমন্ত্রীর উপহার সঠিকভাবে বুঝে পায়।’

এ বিভাগের আরো খবর