ঘন কুয়াশায় আবারও বিঘ্ন ঘটেছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামায়।
শুক্রবার অন্তত চারটি আন্তর্জাতিক ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি। একটি ফ্লাইটকে পাঠানো হয় বিকল্প বিমানবন্দরে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শাহজালালে ভোররাত পাঁচটা থেকে সকাল ১০টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান জানান, সকাল ১০টার পর কুয়াশা কিছুটা কমে দৃষ্টিসীমা স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল শুরু হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের কলম্বো থেকে আসা ফ্লাইট নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর অবতরণ করে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের কুয়ালালামপুর থেকে আসা ফ্লাইটকে পাঠানো হয় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।
এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ ও ওমানের সালাম এয়ারের ফ্লাইট কুয়াশার কারণে সময়মতো ঢাকায় নামতে পারেনি।