সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ মন্ডল আর নেই।
শ্বাসকষ্টজনিত কারণে ঢাকার উত্তরার বাসা থেকে স্কয়ার হাসপাতালে নেয়ার পথে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
আবদুল মজিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আব্দুল মজিদ এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও মন্ডল গ্রুপের চেয়ারম্যান ছিলেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।
সাবেক এ সংসদ সদস্য স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার বড় ছেলে আব্দুল মমিন মন্ডল সিরাজগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য।
শুক্রবার এনায়েতপুরের রুপনাই ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহের দাফন হবে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মজিদ। এর আগে তিনি সিরাজগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে আরও শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের জেলা ও থানা পর্যায়ের পর্যায়ের নেতারা।