বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বের হওয়ার রাস্তায় বেড়া, দুর্ভোগে ২০ পরিবার

  •    
  • ২২ জানুয়ারি, ২০২১ ১১:৩২

স্থানীয় নাজিম উদ্দিন মাস্টার জানান, এই রাস্তা দিয়ে প্রায় শত বছর ধরে লোকজন চলাচল করে আসছেন। বুধবার রাস্তার মালিকানা দাবি করে সাদেকুল, আলাল, রহমান ও নূর বাঁশ দিয়ে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেয়।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দীর্ঘদিনের একটি গ্রামীণ রাস্তার জমি নিজেদের দাবি করে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন কয়েক জন। এতে দুর্ভোগে পড়েছে প্রায় ২০টি পরিবারের শতাধিক মানুষ। পাশের গ্রাম ঘুরে চলাচল করতে হচ্ছে তাদের।

উপজেলার পাড়িয়া ইউনিয়নের বাদ মিছিল বাহিপাড়া গ্রামের রাস্তাটি গত বুধবার বন্ধ করে দেন সাদেকুল ইসলাম, আলাল হোসেন, আবদুর রহমান ও নূর আলম।

গ্রামের নাজিম উদ্দিন মাস্টার জানান, এই রাস্তা দিয়ে প্রায় শত বছর ধরে লোকজন চলাচল করে আসছেন। বুধবার রাস্তার মালিকানা দাবি করে সাদেকুল, আলাল, রহমান ও নূর বাঁশ দিয়ে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেয়।

তিনি বলেন, রাস্তা বন্ধ থাকায় জরুরি কাজে বের হওয়া যাচ্ছে না। বেড়া দেয়া লোকজন কোনো কথাই শুনছে না।

রফিকুল ইসলাম নামের আরেক জন জানান, রাস্তা বন্ধ করে দেয়ায় তাদের অন্য একটি গ্রাম দিয়ে ঘুরে যেতে হচ্ছে। ওই রাস্তা দিয়ে গ্রামের অনেক মানুষ মাঠে যান। তারাও মাঠে যেতে পারছেন না।

তিনি বলেন, ‘বর্তমানে আমরা চরম দুর্ভোগের মধ্যে পরিবার নিয়ে বসবাস করছি। আমরা দ্রুত চলাচলের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

তবে রাস্তা বন্ধ করা নিয়ে সাদেকুল ইসলাম বলেন, রাস্তার জায়গাটি তাদের জমির মধ্যে পড়েছে। তাই তারা জায়গাটি বাঁশের বেড়া দিয়ে দখলে নিয়েছেন। এতদিন ধরে রাস্তার জায়গা দিয়েছেন। কিন্তু এখন আর দেবেন না।

পাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান জানান, রাস্তায় বেড়া দিয়ে ভোগান্তি করা বেআইনি কাজ। তিনি স্থানীয়দের সমস্যাটি সমাধান করতে বলেছেন। দ্রুত সমস্যা সমাধানে তিনিও সহযোগিতা করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জব্বার হোসেন বলেন, ‘বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানাতে বলেছি। চেয়ারম্যান যদি বিষয়টি সমাধান করতে না পারেন, তাহলে আমার কাছে লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’

এ বিভাগের আরো খবর