বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সবার আগে টিকা নেব: অর্থমন্ত্রী

  •    
  • ২১ জানুয়ারি, ২০২১ ১৭:৪৫

‘আমি নেব, অবশ্যই নেব। আমি সবার আগেই নেব। আমার তো ভ্যাকসিন দরকার। আমার বয়স হয়েছে। যারা বয়স্ক, আপনার (সাংবাদিক) লাগবে না, আমি বয়স্ক আমার লাগবে।’

ভারত থেকে আসা করোনাভাইরাসের প্রথম টিকা নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত টিকার প্রথম চালান আসার আগেই টিকা নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে অর্থমন্ত্রী এই ইচ্ছা প্রকাশ করলেন।

বৃহস্পতিবার সকালে বিশেষ বিমানে করে ভারত থেকে ২০ লাখ টিকা আসে। দেশটির সরকার উপহার হিসেবে বাংলাদেশের জনগণের জন্য এই টিকা দিয়েছে।

বিকেলে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজে প্রথম টিকা নেয়ার আগ্রহের কথা জানান অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে বিশেষ বিমানে করে ভারত থেকে ২০ লাখ টিকা আসে

করোনা টিকা নেবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি নেব, অবশ্যই নেব। আমি সবার আগেই নেব। আমার তো ভ্যাকসিন দরকার। আমার বয়স হয়েছে। যারা বয়স্ক না, আপনার (সাংবাদিক) লাগবে না, আমি বয়স্ক আমার লাগবে।’

টিকাগুলো উৎপাদন করেছে ভারতীয় প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট। আর এর উদ্ভাবক অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা।

বাংলাদেশ সরকার এই টিকার তিন কোটি প্রয়োগ করবে। সিরাম থেকে টিকা আনবে বেক্সিমকো ফার্মা আর সরকার টিকা নেবে সেই প্রতিষ্ঠান থেকে।

সরকার সিদ্ধান্ত নিয়েছে টিকা আগে দেয়া হবে করোনা মহামারি মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদের। এদের মধ্যে আছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্রবাহিনী, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা।

এরা ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, প্রবীণ ও জনপ্রতিনিধিদেরকেও প্রথমে টিকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

টিকা নিয়ে রাজনৈতিক বিতর্কের শুরু হয় বিএনপির অবস্থানের কারণে। টিকা কাদেরকে প্রথমে দেয়া হবে, এ বিষয়ে ফেসবুকে একটি ভুয়া তালিকা ছড়ানো হয়েছিল। বিএনপি সেই তালিকার ওপর ভিত্তি করে প্রশ্ন রেখেছিল, কেন সাধারণকে টিকা আগে দেয়া হবে না। কেন ভিভিআইপিদেরকে আগে টিকা দেয়া হবে।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রীর কাছে টিকা হস্তান্তর করছেন ভারতীয় হাই কমিশনার। ছবি: পিয়াস বিশ্বাস

তবে স্বাস্থ্যমন্ত্রী স্পষ্টতই জানিয়েছেন, আগে টিকা পাবেন ফ্রন্টলাইনাররা। পরে পাবেন ভিভিআইপিরা।

এরপর বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী প্রশ্ন রাখেন, কেন ভিভিআইপিরা আগে টিকা পাবেন না। তার দাবি, সরকার গরিব মানুষের ওপর টিকা প্রয়োগ করে দেখতে চায় এটা নিরাপদ কি না। পরে ভিভিআইপিরা টিকা নেবে।

অর্থমন্ত্রী বলেন, ‘সরকার যেটা আনছে সেটাই নেব; যেখান থেকে আগে আসে। সব তো একই ভ্যাকসিন।’

অক্সফোর্ড উদ্ভাবিত টিকার বাইরেও অবশ্য সরকার টিকা প্রয়োগ করবে। বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে টিকা বিতরণে গড়ে তোলা জোট কোভ্যাক্সের কাছ থেকে পৌনে ছয় কোটি টিকা পাবে বাংলাদেশ।

এ ছাড়া ফাইজার থেকে সাড়ে চার লাখ টিকা উপহার পাওয়া যাবে বলেও জানাচ্ছে সরকার। তবে উচ্চমূল্যের এই টিকা কিনে প্রয়োগ করার পরিকল্পনা এখনও নেই সরকারের।

সরকার প্রথমে ২০ জনকে প্রয়োগের মাধ্যমে টিকাদান কর্মসূচি শুরু করবে। পার্শ্বপ্রতিক্রিয়া হয় কি না, এটি পর্যবেক্ষণ করার জন্য আপাতত সরকারি হাসপাতালে হবে টিকাদান কেন্দ্র।

আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে টিকাদান শুরুর আশা করছে সরকার।

এ বিভাগের আরো খবর