সারা দেশে বন্ধ থাকা সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হাইকোর্টে রিট হয়েছে।
গাজীপুরের ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম সরকারের পক্ষে বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী। এতে শিক্ষা সচিব ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিটে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে গত ১৫ জানুয়ারি জারি করা সরকারের প্রশাসনিক আদেশ বেআইনি ঘোষণার নির্দেশনা চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।
রিটকারীর আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী বলেন, ‘আগামী সপ্তাহে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চে শুনানি হবে।’
তিনি বলেন, ‘করোনার কারণে গত বছরের মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ পর্যন্ত ১১ বার বন্ধের নোটিশ দিয়েছে সরকার। দীর্ঘদিন স্কুল, কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়ছে। সার্বিক অবস্থা বিবেচনা করে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।’
তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য ১১ জানুয়ারি আইনি নোটিশ দেয়া হয়েছিল। নোটিশের কোনো জবাব না পাওয়ায় রিট করা হয়।
গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় বন্ধ আরও বাড়ানো হয়।