ভারত থেকে করোনাভাইরাসের টিকার প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে টিকা বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।
ভারতের উপহারের ২০ লাখ ডোজ টিকা নিয়ে বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমানটি।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমানসহ স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ।
তিনি বলেন, ভারত সরকারের দেয়া করোনার টিকা এয়ার ইন্ডিয়ার একটি চার্টার্ড ফ্লাইটে বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে বিমানবন্দরে পৌঁছে। সেখান থেকে ৮ নম্বর গেট দিয়ে ফ্রিজারের মাধ্যমে সরাসরি তেজগাঁও হেলথ কমপ্লেক্সের ইপিআই সেন্টারে নেয়ার কথা সেগুলো।
দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে টিকার ডোজগুলো।
এই কাভার্ডভ্যানে বহন করা হবে ভারত থেকে আসা টিকা। ছবি: সাইফুল ইসলামএদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে টিকা হস্তান্তর করবেন ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
এর আগে বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ভারতের উপহারের ২০ লাখ ডোজ ও সিরামের সঙ্গে বেক্সিমকোর করা চুক্তির প্রথম চালানের ৫০ লাখ ডোজ টিকা আসবে। টিকা আসার পরপরই টিকাদান কর্মসূচি শুরু করে দেয়া হবে।
আগামী ২৫ জানুয়ারির মধ্যে সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ভারত থেকে আরও ৫০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছানোর কথা। ওই টিকা পৌঁছানোর পরপরই আগামী ২৬ জানুয়ারি থেকে টিকা গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন শুরু হবে।
তবে আগে টিকা এসে পৌঁছালে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের নির্ধারিত সময়ের আগেই টিকাদান কার্যক্রম শুরুর ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
টিকা পেতে নিবন্ধনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ‘সুরক্ষা’ নামে একটি অ্যাপ প্রস্তুত করছে। আজ পরীক্ষামূলক নিবন্ধন করা হবে। সবকিছু ঠিক থাকলে ২৫ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে সেটি হস্তান্তর করা হবে। ওই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করার পরই টিকা মিলবে।
পৃথিবীর বিভিন্ন দেশে গত বছরের ডিসেম্বরে করোনার টিকার প্রয়োগ শুরু হয়। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছিল, বিশ্বের সঙ্গেই টিকা পাবে বাংলাদেশ।
সিরামকে টিকা রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার পর কিছু সময় টিকাপ্রাপ্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই অনিশ্চয়তা কাটিয়ে দ্রুতই টিকা পেল বাংলাদেশ।