রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীকে বাসচাপায় হত্যার ঘটনায় আজমেরী পরিবহনের চালক তসিকুল ইসলামকে এক দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
বুধবার ঢাকার মুখ্য মহানগর আদালতের হাকিম রাজেশ চৌধুরী এই আদেশ দেন।
তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চান বিমানবন্দর থানার এসআই এমরান হোসেন। আসামিপক্ষে আইনজীবী মুরাদুজ্জামান ও মনিম হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
চালকের আইনজীবীরা বলেন, ঘটনার সময় সকাল সাড়ে সাতটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘন কুয়কশার কারণে বেশিদূর দেখা যাচ্ছিল না। তখন বাইকটি হঠাৎ চলন্ত গাড়ির সামনে এসে পড়ে। মহাসড়ক হওয়ায় চালক সঙ্গে সঙ্গে গতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। এটা অনিচ্ছাকৃত দুর্ঘটনা।
গত ১৮ জানুয়ারি সকালে বিমানবন্দর এলাকায় বাসের চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী আকাশ ইকবাল ও তার স্ত্রী মায়া হাজারিকা মিতু।
ওদিনই মিতুর বাবা মানিক মিয়া বিমানবন্দর থানায় মামলা করেন। রাতেই গাজীপুরের মৌচাক এলাকা থেকে তসিকুলকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
আকাশ ও মিতু-দুই জনই চাকরি করেন। প্রতিদিন একসঙ্গেই বের হন দুই জন। মোটরসাইকেল করে স্ত্রীকে তার কর্মস্থল বিমানবন্দরে নামিয়ে দিয়ে ইকবাল তার নিজের কর্মস্থলে যান।
ফরিদপুর সদর উপজেলার ধুলদি গ্রামে বাড়ি দুই জনের। তাদের চার বছরের একমাত্র মেয়ে আরফা আনজুমকে নিয়ে দক্ষিণখান মোল্লারটেক উদয়ন স্কুলের পাশে একটি ভাড়ার বাসায় থাকতেন।
আকাশ উত্তরায় একটি আবাসন কোম্পানিতে চাকরি করতেন। আর তার স্ত্রী মায়া বিমানবন্দরে একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।