সিলেট নগরীর খাদিমের মোহাম্মদপুর এলাকার রডমিস্ত্রি নাইম আহমদ। কাজ না থাকায় মঙ্গলবার বাড়িতেই ছিলেন তিনি। জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে দুপুরে তাকে ফোন করে ডেকে নিয়ে যায় বন্ধুরা। রাতে স্থানীয় একটি লেকের পাশে মিলেছে তার মরদেহ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের বুধবার এসব তথ্য জানান।
তিনি জানান, সবুজ ও রাব্বি নামে নাইমের দুই বন্ধু ফোন করে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এ ঘটনায় সবুজসহ কয়েক জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
নাইমের পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে সবুজ ও রাব্বি জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য নাইমের মোবাইলে কল দেয়। একাধিক বার ফোন পাওয়ার পর নাইম তার বোনকে তাড়াতাড়ি খাবার দিতে বলেন। একপর্যায়ে খাবার না খেয়েই তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে যান নাইম।
তাহের আরও জানান, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় অটোরিকশা চালকের কাছ থেকে খবর পেয়ে খাদিম এলাকায় যায় শাহপরান থানা পুলিশ। পরে সরকারি কৃষি গবেষণা খামারের লেকের পাশ থেকে নাইমের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নাইমের মামা মো. আলাউদ্দিন জানান, কাজ না থাকায় দুপুরে ঘরে শুয়ে ছিল নাইম। পরে বন্ধুদের ফোন পেয়ে বাসা থেকে বের হয় সে।
বন্ধুদের সঙ্গে কোনো বিরোধ ছিল কি না জানতে চাইলে আলাউদ্দিন বলেন, ‘কয়েক দিন আগে শুনেছিলাম বন্ধুদের সঙ্গে নাইমের কী নিয়ে একটা ঝামেলা হয়েছে। তবে কী বিষয়ে সেটি জানি না।’
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর নাইমের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য রাতেই নাইমের মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়। সকালে ময়নাতদন্ত শেষ হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।